NitroPhone1: হ্যাক করা দুঃসাধ্য, বিশ্বের সবথেকে নিরাপদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন এল বাজারে

ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে আমাদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কারণ, যেভাবে প্রতিদিন সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে, তাতে হ্যাকারদের হাত থেকে নিজেদের…

ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারের সাথে আমাদের ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিয়েও এখন প্রশ্ন উঠছে। কারণ, যেভাবে প্রতিদিন সাইবার জালিয়াতির ঘটনা বেড়ে চলেছে, তাতে হ্যাকারদের হাত থেকে নিজেদের ব্যাঙ্ক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়ছে। এমত পরিস্থিতিতে, আমরা যে ফোন ব্যবহার করছি সেটির সিকিউরিটি ফিচার অত্যাধিক শক্তিশালী ও অ্যাডভান্স হওয়া জরুরি। সেক্ষেত্রে, এখন একটি এমন স্মার্টফোন বাজারে এসেছে, যাতে থাকা সিকিউরিটি ফিচারকে ভেদ করার ক্ষমতা হ্যাকারদের নেই বলে দাবি করা হয়েছে। এনক্রিপ্টেড ইউএসবি স্টিক এবং ল্যাপটপ জাতীয় প্রোডাক্ট তৈরির জন্য বিখ্যাত জার্মানির আইটি সিকিউরিটি কোম্পানি Nitrokey, সম্প্রতি NitroPhone1 নামক এই সিকিউরিটি-বেসড হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। কোম্পানিটি, NitroPhone1 -কে বিশ্বের সবচেয়ে নিরাপদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বলে দাবি করেছে।

Nitrokey NitroPhone 1 সিকিউরিটি, প্রাইভেসি ও সিম্পল ইউজার ইন্টারফেস সহ মর্ডার্ন হার্ডওয়্যার সরবরাহ করবে। প্রকৃতপক্ষে, এটি হলো Google Pixel 4a স্মার্টফোনেরই প্রতিরূপ, যাতে GrapheneOS (প্রাইভেট ও সিকিউর মোবাইল অপারেটিং সিস্টেম) ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, ফোনে গুগল মোবাইল পরিষেবা সাপোর্ট করবে না, তবে ইউজাররা আলাদাভাবে গুগল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। Nitrokey NitroPhone 1 ফোনের দাম ৭৫০ ডলার বা প্রায় ৫৪,৭৪৫ টাকার সমান রাখা হয়েছে।

Nitrokey NitroPhone 1 স্পেসিফিকেশন

নাইট্রোকী নাইট্রোফোন ১ ফোনে, ৫.৮১ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। এতে, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ফ্ল্যাশ ড্রাইভ স্টোরেজ পাওয়া যাবে। আর ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ১২.২ মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে।

নবাগত ফোনটির হার্ডওয়্যার বা ডিসপ্লে গুগল পিক্সেল ৪এ -এর মতো হলেও, অপারেটিং সিস্টেম আলাদা। নাইট্রোফোন ১, অ্যান্ড্রয়েড ১১ বেসড গ্রাফিনিওএস (GrapheneOS) দ্বারা চালিত হবে। এই কাস্টম ওএস, গুগল অ্যাপগুলিকে সরিয়ে দেয় এবং সিকিউরিটি ফিচার সংযুক্ত করার প্রতি বেশি গুরুত্ব আরোপ করে। জানা গেছে এই ফোনে পিন লেআউট বা ‘অটোমেটিক কিল সুইচ’ ফিচার থাকবে, যা দীর্ঘক্ষণ ফোন অ্যাক্টিভ না থাকলে, সেটিকে বন্ধ করে দেবে। এরই সাথে, ‘ট্র্যাকিং প্রোটেকশন’ ফিচার পাওয়া যাবে, যা ফোনে থাকা অ্যাপগুলিকে ইউজারের IMEI, MAC অ্যাড্রেস সহ অন্যান্য ডেটা অ্যাক্সেস করতে বাধা দেবে।

সবথেকে মজার বিষয় হলো, সংস্থাটি নিরাপত্তা বাড়ানোর জন্য NitroPhone 1 ডিভাইস থেকে মাইক্রোফোনও সরিয়ে দিয়েছে, যাতে ইউজারের অনুমতি ছাড়া অপর কেউ তার কথা শুনতে না পারে। যদিও, ভয়েস কল করার ক্ষেত্রে ওয়্যারড ও ওয়্যারলেস হেডসেট ব্যবহার করা যাবে। ফোনে ডিফল্ট রূপে কোনো ক্লাউড বা গুগল প্লে সার্ভিস ইন্টিগ্রেটেড নেই। প্রয়োজনে ইউজাররা স্যান্ডবক্স অ্যাপ থেকে সার্টিফাইড গুগল প্লে সার্ভিস ইনস্টল করতে পারবেন। এরই সাথে, ফোনে প্রি-ইনস্টল থাকা প্রতিটি অ্যাপে একটি বেসিক সিকিউরিটি সিস্টেম রয়েছে, যা ইউজারকে আরো ভালো ডেটা প্রাইভেসি অফার করবে। এছাড়া, এই অ্যাপগুলি ডিভাইস IMEI এবং সিরিয়াল নম্বর, সিম কার্ড সিরিয়াল নম্বর, সাবস্ক্রাইবার আইডি, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি অ্যাক্সেস করতে পারে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন