এক চার্জে ১৮ ঘন্টা গান শুনতে পারবেন, Noise Beads সাশ্রয়ী মূল্যে লঞ্চ হল

ভারতের ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের ক্রমবর্ধমান বাজারে এবার কার্যত নীরবে পা রাখল Noise Beads (নয়েজ বিডস) নামক নতুন অডিও ডিভাইস। নাম অনুযায়ী এই TWS…

ভারতের ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের ক্রমবর্ধমান বাজারে এবার কার্যত নীরবে পা রাখল Noise Beads (নয়েজ বিডস) নামক নতুন অডিও ডিভাইস। নাম অনুযায়ী এই TWS ইয়ারবাডে মেটাল ফিনিশযুক্ত পুঁতির মত ডিজাইন রয়েছে এবং এটি একটি কমপ্যাক্ট চার্জিং কেসসহ এসেছে৷ শুধু তাই নয়, এই নতুন Noise Beads-এ ১৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক, টাচ কন্ট্রোল পাওয়া যাবে। ইউজাররা ইয়ারবাডটি দুটি ভিন্ন রঙের বিকল্পে বেছে নিতে পারবেন। আসুন Noise Beads TWS ইয়ারবাডের দাম এবং সম্পূর্ণ ফিচার জেনে নিই।

Noise Beads-এর দাম, প্রাপ্যতা

নয়েজ বিডস এখন ১,৪৯৯ টাকার ইন্ট্রোডাক্টিভ প্রাইসে অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। আগামী ২৪শে ডিসেম্বর দুপুর ১২টায় এটির বিক্রি শুরু হবে। তবে কিছুদিন পর এর এমআরপি (MRP) ৩,৪৯৯ টাকা হবে বলে জানা গিয়েছে।

Noise Beads-এর স্পেসিফিকেশন

নয়েজ বিডস ইয়ারবাড সুবিধাজনক বা আরামদায়ক ফিটের জন্য সিলিকন টিপস এবং এর্গোনোমিক ডিজাইনের সাথে এসেছে। বাডগুলির ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ড্রাইভার সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি। তবে বলা হয়েছে যে এতে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি, হাইপার সিঙ্ক প্রযুক্তি ও স্প্ল্যাশ-প্রতিরোধী ডিজাইনসহ IPX5 বিল্ড রয়েছে। আবার প্রতিটি ইয়ারবাডের ওজন ৪.৫ গ্রাম। টাচ কন্ট্রোল দ্বারা সজ্জিত এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি সমর্থিত এই ইয়ারবাড অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের সাথে যুক্ত করা যাবে।

উল্লেখ্য, নয়েজ বিডস-এর চার্জি কেসে চার্জিংয়ের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, প্রতিটি বাডে থাকা ব্যাটারি একক চার্জে সাত ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দেবে। আবার চার্জিং কেসসহ ইয়ারবাডগুলির মোট প্লেব্যাক টাইম ১৮ ঘন্টা।