একদম কম দামে বাজারে এল Noise Buds VS201 ইয়ারবাড, একটানা চলবে ১৪ ঘন্টা

জনপ্রিয় ভারতীয় ওয়্যারেবল ব্র্যান্ড Noise বরাবরই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট লঞ্চ করে, যেখানে পুষ্টিকর ফিচার থাকে। সেই রকমই, আজ ঘরোয়া বাজারে তাঁরা লঞ্চ করল সাশ্রয়ী মূল্যের,…

জনপ্রিয় ভারতীয় ওয়্যারেবল ব্র্যান্ড Noise বরাবরই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট লঞ্চ করে, যেখানে পুষ্টিকর ফিচার থাকে। সেই রকমই, আজ ঘরোয়া বাজারে তাঁরা লঞ্চ করল সাশ্রয়ী মূল্যের, Noise Buds VS201 নামের একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। সদ্য লঞ্চ হওয়া এই ইয়ারবাডটির অন্যতম বৈশিষ্ট্য হল, এতে ১৪ ঘন্টা পর্যন্ত গান শোনা যায়। এছাড়াও ইয়ারবাডটিতে একটি অনন্য ফিচার আছে, সেটি হলো ডুয়াল ইকুইলাইজার। আর সঙ্গে ৬ মিমি (mm) ড্রাইভার থাকায়, এই দুইয়ের সংমিশ্রণে নর্ম্যাল ও ব্যাস মোডের সাউন্ড কোয়ালিটির মধ্যে এক অদ্ভুত ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি টাচ কন্ট্রোল, আইপিএক্স৫ সার্টিফিকেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার আছে। চলুন এবার নয়েজ বাডস ভিএস২০১ ইয়ারবাডটির দাম, প্রাপ্যতা, স্পেসিফিকেশন এবং ফিচার সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Noise Buds VS201 ইয়ারবাডটির দাম ও প্রাপ্যতা

আগেই বলেছি, নয়েজ বাডস ভিএস২০১ ইয়ারবাডটি খুবই সাশ্রয়ী মূল্যে এসেছে। ইয়ারবাডটির প্রকৃত দাম ১,৪৯৯ টাকা নির্ধারণ করা হলেও, এখন এটি প্রাথমিকভাবে ১,২৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে কতদিন পর্যন্ত এই দামে পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। Noise Buds VS201 ইয়ারবাডটি চারকোল ব্ল্যাক কালারে উপলব্ধ এবং সঙ্গে পাওয়া যাবে ১ বছরের ওয়ারেন্টি। ইয়ারবাডটি ই-কমার্স সাইট Amazon থেকে ক্রয় করা যাবে।

Noise Buds VS201 ইয়ারবাডটির স্পেসিফিকেশন এবং ফিচার

নয়েজ বাডস ভিএস২০১ ইয়ারবাডটিকে অর্গনোমিক্যাল এবং লাইটওয়েট ডিজাইনে তৈরী করা হয়েছে, ফলে ব্যবহার করার জন্য এটি অত্যন্ত আরামপ্রদ। কানেক্টিভিটির জন্য এতে আছে, ব্লুটুথ ভার্সন ৫.১ এবং এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই সমানভাবে ব্যবহারযোগ্য। ইয়ারবাডটিকে সম্পূর্ণভাবে টাচ কন্ট্রোল প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি, এটি আইপিএক্স৫ (IPX5) সার্টিফিকেশন প্রাপ্ত হওয়ায় জল বা ঘামে কোনো রকম ক্ষতি হবে না। যেকারণে আপনি ওয়ার্ক আউটের সময়েও ইয়ারবাডটিকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

Noise Buds VS201 ইয়ারবাডটির সঙ্গে একটি ওভাল শেপের চার্জিং কেস আছে, আর সেটি চার্জ দেওয়ার জন্য আছে একটি ইউএসবি (USB) টাইপ সি পোর্ট। নয়েজ দাবী করেছে যে, প্রতিটি ইয়ারবাড একবার ফুল চার্জে সাড়ে ৪ ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে, যেখানে চার্জিং কেস সহ ব্যবহার করলে সর্বোচ্চ ১৪ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

এছাড়া, Noise Buds VS201 ইয়ারবাডটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরির মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ইয়ারবাডটির মোট ওজন ৫০ গ্ৰাম। সব মিলিয়ে ইয়ারবাডটি এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি আদর্শ প্রোডাক্ট হিসেবে বিবেচিত হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন