Nokia 105 4G 2023 Classic Model Launched

Nokia 105 4G 2023: নয়া ফিচারসহ লঞ্চ হল ক্লাসিক নোকিয়া ফোন, দাম 2500 টাকার কম

মোবাইল বাজারে Nokia অত্যন্ত পুরোনো একটি নাম। বর্তমান স্মার্টফোন নির্ভর সময়েও ফিচার ফোনের প্রসঙ্গ উঠলে এই কোম্পানির কথাই একাংশের মাথায় আসে। সেক্ষেত্রে ইউজারদের ফিচার ফোনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবার নিজের একটি পুরোনো হ্যান্ডসেটকে নতুন রূপে নিয়ে এল Nokia। আসলে দুই বছর আগে কোম্পানি, ক্লাসিক ক্যান্ডি বার ডিজাইন বিশিষ্ট Nokia 105 4G ফিচার ফোন লঞ্চ করেছিল। আর সম্প্রতি এই ফোনেরই একটি আপগ্রেডেড ভার্সন Nokia 105 4G (2023) আনা হয়েছে, যাতে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আসুন এখন এই নয়া Nokia 105 4G (2023) ফোনটির দাম, লভ্যতা এবং বাকি ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Nokia 105 4G (2023)-এর দাম এবং উপলব্ধতা

নতুন নোকিয়া ১০৫ ক্লাসিক ৪জি (২০২৩)-র দাম ধার্য করা হয়েছে ২২৯ ইউয়ান (২,৭০০ টাকার কাছাকাছি)। তবে আগেভাগে অর্ডার করলে ক্রেতারা এটি ১৯৯ ইউয়ানে (প্রায় ২,৬৫০ টাকা) পাবেন। ফোনটি এখন চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, ভারতসহ অন্যান্য জায়গায় এটি কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি।

Nokia 105 4G (2023)-এর স্পেসিফিকেশন

নোকিয়া ১০৫ ক্লাসিক ৪জি (২০২৩) ফিচার ফোনটি ক্লাসিক ক্যান্ডি বার ডিজাইন এবং ফিজিক্যাল বাটনসহ এসেছে। তবে এতে ১,৪৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা আগের মডেলটির ৪২% বেশি ভালো ব্যাকআপ দেবে। এছাড়াও এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। যেখানে কানেক্টিভিটির মিলবে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি। আবার এটি মিগু (Migu) মিউজিক থেকে শুরু করে হিমালয়া (Himalaya) ফাংশন অফার করবে।

অন্যান্য ফিচারের কথা বললে, এই নোকিয়া ফিচার ফোনটি ভিওএলটিই (VoLTE) এইচডি কল সাপোর্ট করবে। উপরন্তু, এতে খেলা যাবে নোকিয়া ফোনের জনপ্রিয় ‘স্নেক’ (Snake) গেমটিও।