Nokia 235 nokia 220 4G launched in india with ips display unisoc processor price features

চলে এল দুই সস্তা 4G ফোন Nokia 235 4G (2024) ও Nokia 220 4G (2024), দাম শুরু ৩,২৪৯ টাকা থেকে

এইচএমডি গ্লোবাল ভারতে Nokia 235 4G (2024) এবং Nokia 220 4G (2024) নামে দুটি ফিচার ফোন লঞ্চ করেছে। নাম অনুসারে, উভয় ফোনই ৪জি কানেক্টিভিটির সাথে এসেছে। আর উভয় ফিচার ফোনে আইপিএস ডিসপ্লে রয়েছে এবং ইউনিসক চিপসেট ব্যবহার করা হয়েছে। সবচেয়ে সস্তা ফোনটির দাম ৩,২৪৯ টাকা।

Nokia 235 4G (2024) ও Nokia 220 4G (2024) এর কোন মডেলের কত দাম

নোকিয়া কালো, নীল এবং বেগুনি রঙে Nokia 235 4G (2024) ফোনটিকে বাজারে এনেছে। অন্যদিকে, Nokia 220 4G (2024) কালো এবং পিচ শেডে লঞ্চ হয়েছে। Nokia 235 4G (2024) এর দাম ভারতে ৩,৭৪৯ টাকা, আবার Nokia 220 4G (2024) এর মূল্য ধার্য করা হয়েছে ৩,২৪৯ টাকা। দুটি মডেলই অ্যামাজন ইন্ডিয়া, HMD.com এবং রিটেল আউটলেট থেকে কেনা যাবে।

Nokia 235 4G (2024) ও Nokia 220 4G (2024) ফোনের ফিচার

নোকিয়া ২৩৫ ৪জি (২০২৪) এবং নোকিয়া ২২০ ৪জি (২০২৪) উভয়ই QVGA রেজোলিউশন সহ একটি ২.৮-ইঞ্চি IPS ডিসপ্লে অফার করে। ফিচার ফোন দুটিতে ইউনিসক টি১০৭ প্রসেসর, ৬৪ এমবি র‌্যাম, এস৩০+ সফটওয়্যার উপস্থিত। আবার এগুলিতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৯.৮ ঘণ্টা পর্যন্ত টকটাইম সহ ১৪৫০ এমএএইচ ব্যাটারি, ফোরজি ডুয়াল সিম সাপোর্ট, ওয়্যারলেস এফএম, ব্লুটুথ ৫.০, অডিও জ্যাক, এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিওর মতো ফিচার রয়েছে।

নোকিয়া ২৩৫ ৪জি (২০২৪) এবং নোকিয়া ২২০ ৪জি (২০২৪) ফোনে ১২৮ এমবি স্টোরেজ আছে, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। উভয় মডেলের ওজন ৭১ গ্রাম। এদের মধ্যে একমাত্র পার্থক্য হল যে নোকিয়া ২৩৫ ৪জি মডেলে এলইডি ফ্ল্যাশ সহ ২ মেগাপিক্সেল লেন্স উপস্থিত, যেখানে ২২০ ৪জি ফোনে কোনো ক্যামেরা নেই।