Nokia 2660 Flip: নোকিয়ার ডুয়াল ডিসপ্লের ফোন লঞ্চ হবে দু’টি আকর্ষণীয় রঙে, ছবি ফাঁস

Nokia 2660 Flip গত বছর জুলাইয়ে লঞ্চ হয়েছিল। এটি আসলে ২০০৭ সালে মুক্তি পাওয়া Nokia 2660 এর নতুন অবতার, যার নামের শেষে ‘Flip’ কথাটি যুক্ত হয়েছে। হ্যান্ডসেটটি প্রাথমিকভাবে ব্ল্যাক, ব্লু, ও রেড কালার অপশনে রিলিজ হলেও, এক অস্ট্রিয়ান রিটেলার সাইটে Nokia 2660 Flip এর আরও দুটি নতুন রঙ যোগ করেছে। ফ্লিপ ফোনটি এখন গ্রীন এবং পিঙ্ক কালার অপশনেও মিলবে। রঙ ছাড়া Nokia 2660 Flip-এর নতুন কিলার ভ্যারিয়েন্টের সমস্ত বৈশিষ্ট্য আগের মডেলের মতোই।

Nokia 2660 Flip আরও দুটি রঙের বিকল্প লঞ্চ হবে

নোকিয়া ২৬৬০ ফ্লিপ হল প্রথম নোকিয়া ফ্লিপ ফোন যা কাইওএস (KaiOS)-এ চলে না। এই ফিচার ফোনটিতে অবিশ্বাস্যভাবে ডুয়েল ডিসপ্লে রয়েছে, যার মধ্যে একটি হল ২.৮ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং অপরটি হল ১.৭৭ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। ২৬৬০ ফ্লিপ ইউনিসক টি১০৭ প্রসেসর দ্বারা চালিত এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। এছাড়াও, Nokia 2660 Flip এমপি৩ প্লেয়ার, এফএম রেডিও এবং ব্লুটুথ ৪.২ সংযোগ সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, নোকিয়া ২৬৬০ ফ্লিপ-এ এলইডি ফ্ল্যাশ সহ একটি ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্লিপ ফোনটি ১,৪৫০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং এটিকে মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। সেইসাথে এতে সর্বাধিক পাঁচটি কনট্যাক্টে দ্রুত কল করার জন্য একটি ইমারজেন্সি বাটন রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, Nokia 2660 Flip-এর নতুন কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, গ্রীন কালারে মডেলটিতে সোনালি রঙের ডি-প্যাড এবং ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ফোনের কীপ্যাড বডির সবুজ রঙের চেয়ে গাঢ়। অন্যদিকে, 2660 Flip-এর পিঙ্ক মডেলে একটি গাঢ় গোলাপী কীপ্যাড এবং ডি-প্যাডের গোলাপী রঙের ফিনিশ দেখতে পাওয়া যায়। বর্তমানে ওই অস্ট্রিয়ান রিটেলার ডেটাবেসে উভয় কালার অপশনের বেশ কয়েকটি ছবি উপলব্ধ রয়েছে।

Nokia 2660 Flip-এর দুটি নতুন কালার ভ্যারিয়েন্ট কবে থেকে পাওয়া যাবে, তা স্পষ্ট নয়। Nokia 2660 Flip-এর অফিসিয়াল প্রোডাক্ট পেজে এই মডেলগুলির বিষয়ে এখনও কোনও তথ্য উল্লেখ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে, Nokia 2660 Flip-এর নতুন কালার ভ্যারিয়েন্টগুলির দাম আগের মডেলগুলির মতোই হবে। এই মুহূর্তে ভারতে অ্যামাজনে ফোনটি ৪,৪৯৯ টাকায় উপলব্ধ।