Nokia 6310 (2021) ফিচার ফোন ২০ বছর পর নতুন রুপে বাজারে এল, জানুন দাম ও ফিচার

HMD Global, ২০১৬ সালে Nokia মোবাইল ব্র্যান্ডের লাইসেন্স পাওয়ার পর, সংস্থার ক্লাসিক ফিচার ফোনকে নতুন রুপে লঞ্চ করছে। আসলে একটা সময়ে বাজার কাঁপিয়ে বেড়ানো নোকিয়াকে…

HMD Global, ২০১৬ সালে Nokia মোবাইল ব্র্যান্ডের লাইসেন্স পাওয়ার পর, সংস্থার ক্লাসিক ফিচার ফোনকে নতুন রুপে লঞ্চ করছে। আসলে একটা সময়ে বাজার কাঁপিয়ে বেড়ানো নোকিয়াকে পুনরায় তার রাজত্ব ফিরিয়ে দিতেই HMD Global-এর এই উদ্যোগ। সেক্ষেত্রে, সংস্থাটি সম্প্রতি ২০০১ সালে লঞ্চ হওয়া অতি পরিচিত ক্লাসিক Nokia 6310 -কে আবারও ফিরিয়ে আনলো। এই ফিচার ফোনটির ২০২১ এডিশন আরো এলিগেন্ট লুক সহ এসেছে। আবার এই ফোনে পাওয়া যাবে আরও আধুনিক ফিচার। আসুন নোকিয়া ৬৩১০ (২০২১) ফোনের দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Nokia 6310 (2021) ফোনের দাম

ক্লাসিক নোকিয়া ৬৩১০ ফোনের ২০২১ এডিশন-এর দাম রাখা হয়েছে ৫৯.৯০ ইউরো বা প্রায় ৫,৩০০ টাকা। নয়া নোকিয়া ৬৩১০ ফোনকে তিনটি কালার ভ্যারিয়েন্টের সাথে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ব্ল্যাক এবং ডার্ক গ্রীন কালার অন্তর্ভুক্ত রয়েছে।

নোকিয়া ৬৩১০ (২০২১) এডিশন আপাতত ইউরোপের বাজারে বিক্রয়ের জন্য উপলব্ধ। তবে আশা করা যায় যে, ভারত সহ অন্যান্য মার্কেটে ফোনটি দ্রুত পা রাখবে।

Nokia 6310 (2021) ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি, Nokia 6310 (2021) ফিচার ফোন মডার্ন লুক সহ এসেছে। যদিও, ২০০১ সালে লঞ্চ হওয়া ক্লাসিক ভার্সনের ন্যায় এর বডিতেও ক্যান্ডি বার ডিজাইন দেখা যাবে। তবে পুরোনো ফোনের সামনের উপরি ভাগে থাকা স্পিকার অংশের ডিজাইন কিন্তু এই নতুন ফোনে উপস্থিত নেই। Nokia 6310 (2021) ফোনে ইয়ারপিসের জন্য একটি হরাইজেন্টাল স্লিট প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আবার ডিসপ্লের কথা বললে, Nokia 6310 (2021) ফোনে মনোক্রোম ৬-লাইন ডিসপ্লের বদলে একটি ২.৮ ইঞ্চির কার্ভড কালার ডিসপ্লে দেখা যাবে। জানিয়ে রাখি, ২০২১ ভার্সনের ডিসপ্লে সাইজ, ক্লাসিক ফোনের থেকে সামান্য বড়ো।

এবার অন্যান্য স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক। উক্ত নোকিয়া ফিচার ফোনে ইউনিসোক ৬৫৩১এফ (UNISOC 6531F) প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এটি সিরিজ ৩০ প্লাস (S30+) ওএস -এ চলবে। আবার ফোনে ৮ এমবি র‌্যাম এবং ১৬ এমবি স্টোরেজ ডিফল্ট রূপে পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ইউজাররা এর স্টোরেজ ক্যাপাসিটিকে ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। মেনু বারে থাকা আইকনগুলিকে যাতে সহজেই দেখা এবং ব্যবহার করা যায় তার জন্য, জুম মেনুর সাথে ফোনটিকে নিয়ে আসা হয়েছে। এছাড়া, একটি অ্যাক্সেসিবিলিটি মোডও থাকছে, যা মেনু -এর আইকন অ্যারেঞ্জমেন্টকে আরো সহজ করে তুলবে।

সর্বোপরি, নোকিয়া ৬৩১০ (২০২১) ফোনে এলইডি ফ্ল্যাশ সহ একটি ০.৩ মেগাপিক্সেলের রিয়ার-ক্যামেরা দেখা যাবে। কানেক্টিভিটির জন্য ফোনে পাওয়া যাবে, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই সাপোর্ট। আর সাথে থাকছে এফএম রেডিও-এর মতো ফিচারও।

পাওয়ার ব্যাকআপের জন্য এই নোকিয়া ৬৩১০ (২০২১) ফোনে ১,১৫০ এমএএইচ ক্যাপাসিটির রিমুভেবল ব্যাটারি আছে। যা ২০০১ সালের ক্লাসিক ভার্সনে থাকা ব্যাটারির থেকে তুলনায় বেশি শক্তিশালী ও বড়ো। এই প্রসঙ্গে নোকিয়ার দাবি, তাদের এই হ্যান্ডসেট একটানা ৭ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং কয়েক সপ্তাহ পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এক্ষেত্রে, রিটেল বক্সে ফোনের সাথে একটি চার্জার এবং মাইক্রো-ইউএসবি কেবল পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন