Nokia 8210 4G মাত্র 4 হাজার টাকায় ভারতে লঞ্চ হল, ক্যামেরার সাথে রয়েছে শক্তিশালী ব্যাটারি
আজ (২ আগস্ট) ভারতের বাজারে নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global)...আজ (২ আগস্ট) ভারতের বাজারে নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) লঞ্চ করেছে নয়া ফিচার ফোন, Nokia 8210 4G। ঐতিহ্যবাহী ব্র্যান্ড নোকিয়া দৃঢ় ও উৎকৃষ্ট মানের ফিচার ফোন বাজারে আনার জন্য সুপরিচিত। এই নতুন ডিভাইসটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই ফোনে একটি বার ফর্ম ফ্যাক্টর রয়েছে এবং এটি দুটি ভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। Nokia 8210 4G Unisoc T107 চিপসেট দ্বারা চালিত। আবার এতে ৪৮ এমবি র্যাম, ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ, ডুয়েল সিম কানেক্টিভিটি এবং একটি ০.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা মিলবে। Nokia 8210 ওয়্যারলেস এফএম স্ট্রিমিং সাপোর্ট অফার করে এবং এতে একটি এমপি৩ প্লেয়ারও রয়েছে। উল্লেখ্যযোগ্যভাবে এই নতুন ফিচার ফোনটি ১,৪৫০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা কোম্পানির দাবি অনুযায়ী একবার চার্জে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করবে। চলুন তাহলে নোকিয়ার এই ফিচার ফোনটির দাম ও সবকটি স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে নোকিয়া ৮২১০ ৪জি-এর মূল্য ও লভ্যতা (Nokia 8210 4G Price and Availability)
ভারতের বাজারে নোকিয়া ৮২১০ ৪জি-এর দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। হ্যান্ডসেট ডার্ক ব্লু এবং রেড-এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে ফোনটি। বর্তমানে এটি নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজনে কেনার জন্য উপলব্ধ রয়েছে। কোম্পানি এই ফোনে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে।
নোকিয়া ৮২১০ ৪জি-এর স্পেসিফিকেশন (Nokia 8210 4G Specifications)
নোকিয়া ৮২১০ ৪জি ডুয়েল-সিম (ন্যানো) সাপোর্ট সহ এসেছে। এই নতুন ফিচার ফোনটিতে ২.৮ ইঞ্চির কিউভিজিএ (QVGA) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ইউনিসক টি১০৭ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪৮ এমবি র্যাম, ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। আবার ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ফিচার ফোনটির স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। নোকিয়া ৮২১০ ৪জি সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেমে চলে।
ফটো তোলার জন্য, Nokia 8210 4G-এর ব্যাক প্যানেলে একটি ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এটি ওয়্যার্ড ও ওয়্যারলেস মোডে এফএম রেডিও এবং একটি এমপি৩ প্লেয়ার অফার করে। এই ডিভাইসে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো-ইউএসবি পোর্টও অন্তর্ভুক্ত রয়েছে।
কানেক্টিভিটির জন্য, Nokia 8210 4G ফিচার ফোনে ব্লুটুথ ভি৫-এর সাপোর্ট মিলবে। এছাড়া, এতে স্নেক, টেট্রিস ও ব্ল্যাকজ্যাক-এর মতো ক্ল্যাসিক মোবাইল গেমগুলিও প্রিলোড করা রয়েছে। এই ডিভাইসে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, তার সাথেই পাওয়া যাবে পাওয়ার, নিউমেরিক এবং ফাংশন কী-ও। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia 8210 4G ১,৪৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪জি নেটওয়ার্কে ৬ ঘন্টা পর্যন্ত টকটাইম বা ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করে বলে দাবি করা হয়েছে। এই ফোনটির পরিমাপ ১৩১x৫৬x১৩.৮ মিলিমিটার এবং ওজন ১০৭ গ্রাম।