7 হাজার টাকার কমে Nokia C02 বাজারে হাজির, সস্তা ফোনে কি কি ফিচার্স আছে দেখে নিন

Nokia C2 বেসিক স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হল। রিমুভেবল ব্যাটারি আছে এই স্মার্টফোনে। IP52 ওয়াটারপ্রুফ রেটিং প্রধান বিশেষত্ব।

নোকিয়া চুপিসারে তাদের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে সাশ্রয়ী মূল্যের Nokia C02 লঞ্চ করেছে। অতীতে প্রতিটি মোবাইলেই রিমুভেবল ব্যাটারি এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকতো। অডিও জ্যাক এখন অনেক বাজেট ফোনে দেখা গেলেও ব্যাটারি খোলার সুবিধা খুব কমই মডেলেই আছে। আর সেই রিমুভেবল ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটের তালিকায় নয়া সংযোজন হল Nokia C02। পকেটসই দামে আসার ফলে এতে এলসিডি ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর, ৫ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৩,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। Nokia C02-এর মূল্য ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নোকিয়া সি০২-এর স্পেসিফিকেশন ও মূল্য – Nokia C02 Specifications and Price

নোকিয়া সি০২ এফডাব্লিউভিজিএ+ রেজোলিউশন এবং ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৫.৪৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এই হ্যান্ডসেটটির ডিসপ্লেতে বড় মোটা বেজেল রয়েছে যা পুরানো দিনের ফোনগুলির কথা মনে করিয়ে দেয়। এতে একটি পলিকার্বোনেট দ্বারা নির্মিত ফ্রেম এবং ন্যানো-টেক্সচার সহ রিয়ার প্যানেল দেখা যায়।

ডিভাইসটি ১.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত, যার নাম প্রকাশ হয়নি। এটি ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজের সাথে যুক্ত। নোকিয়া সি০২ অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)-এ রান করে। এছাড়াও, ব্র্যান্ডটি এতে দুই বছরের সিকিউরিটি আপডেট অফার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

Nokia C02-এর পিছনে একটি সিঙ্গেল ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে এলইডি ফ্ল্যাশ সহ একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৩,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ফোনটিকে একটি গোটা দিন ব্যাটারি লাইফ প্রদান করার জন্য যথেষ্ট হতে পারে।

আগেই উল্লেখ করা হয়েছে, ব্যাটারিটি অপসারণযোগ্য, তাই এটি খারাপ হয়ে গেলে বা এর শক্তি কমে গেলে ব্যবহারকারীরা সর্বদা এতে একটি নতুন ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন। এছাড়াও Nokia C02-এ জল-প্রতিরোধী আইপি৫২ (IP52) রেটিং প্রাপ্ত বডি রয়েছে। এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি ডুয়েল সিম স্লট এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ এসেছে। আর মাইক্রোইউএসবি কানেক্টরের সাহায্যে হ্যান্ডসেটটি চার্জ করা যাবে।

উল্লেখ্য, বর্তমানে Nokia C02-এর মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য এখনও কোম্পানির তরফে প্রকাশ করা হয়নি। তবে, ব্র্যান্ডটি খুব শীঘ্রই এটি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল মার্কেটে এই নয়া নোকিয়া হ্যান্ডসেটটির দাম ৮০ ডলার (প্রায় ৬,৬১৫ টাকা)-এর নীচেই থাকবে বলে আশা করা হচ্ছে।