5999 টাকায় Nokia C12 আজ প্রথমবার কেনার সুযোগ, রয়েছে HD+ ডিসপ্লে ও 64 জিবি মেমোরি

Nokia অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত

HMD Global গত সপ্তাহে ভারতে Nokia C12 লঞ্চ করেছে। এটি অক্টা-কোর প্রসেসর ও কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। আজ থেকে ফোনটি কেনা যাবে। Nokia C12 ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া ও নোকিয়া স্টোরে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। লঞ্চ অফারের কথা বললে, বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনের উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। নোকিয়ার এই ডিভাইসে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Nokia C12 এর দাম

ভারতের নোকিয়া সি১২ এর ২ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। এটি ডার্ক সায়ান, চারকোল এবং লাইট মিন্ট কালারে পাওয়া যাবে।

Nokia C12 এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া সি১২ ফোনের সামনে দেখা যাবে ৬.৩-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০×৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল আছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আর পিছনে আছে LED ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

Nokia C12 হ্যান্ডসেটে ইউনিসক ৯৮৬৩এ১ (Unisoc 9863A1) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ডিভাইসে ৫ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৩,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Nokia C12 ফোনে একটি স্পিকার ইউনিট উপস্থিত। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.২, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। আবার এই ফোনে IP52 ওয়াটার-স্প্ল্যাশ রেটিং রয়েছে।