Nokia C2 2nd Edition বাজেট রেঞ্জে লঞ্চ হল, দু’বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল ইউরোপের বাজারে Nokia C21 ও Nokia C21 Plus-এর পাশাপাশি C সিরিজের এক নতুন এন্ট্রি লেভেল হ্যান্ডসেট লঞ্চ করল। যার নাম…

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল ইউরোপের বাজারে Nokia C21 ও Nokia C21 Plus-এর পাশাপাশি C সিরিজের এক নতুন এন্ট্রি লেভেল হ্যান্ডসেট লঞ্চ করল। যার নাম Nokia C2 2nd Edition৷ নাম শুনেই বোধগম্য এটি ২০২০-এর মার্চে লঞ্চ হওয়া Nokia C2 মডেলের দ্বিতীয় সংস্করণ।

Nokia C2 2nd Edition দু’টি রঙে এসেছে – ডার্ক গ্রে এবং ওয়ার্ম গ্রে। উল্লেখ্য, স্মার্টফোনটির দাম বা কবে কোথায় পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা। তবে Nokia C2 2nd Edition এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পন্ধীয় সমস্ত তথ্যাবলী প্রকাশ করা হয়েছে।

নোকিয়া সি২ সেকেন্ড এডিশনে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে আছে, যা ৪৮০x৯৬০ পিক্সেল রেজোলিউশন ও ১৮:৯ এসপেক্ট রেশিও অফার করে। ফোনে একটি কোয়াড কোর ইউনিসক প্রসেসর দেওয়া হয়েছে, যার ক্লক স্পিড ১.৫ গিগাহার্টজ। সিকিউরিটির জন্য ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

নোকিয়া সি২ সেকেন্ড এডিশন ১ জিবি / ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টরনাল স্টোরেজ অপশনে এসেছে। মেমরি বাড়নোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট বর্তমান। বাজেট ফোন হওয়ার কারণে নোকিয়া সি২ সেকেন্ড এডিশনের সামনে একটি ৫ মেগাপিক্সেল ও ব্যাক প্যানেলে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Nokia C2 2nd Edition সীমিত হার্ডওয়্যারের কারণে যাতে ব্যবহারকারীদের কাছে সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য এতে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন প্রি-ইনস্টলড করা আছে। ফোনের ব্যাটারি খুবই দুর্বল। ক্যাপাসিটি মাত্র ২,৫০০ এমএএইচ। অর্থাৎ বারে বারে চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে। তবে নোকিয়া সি২ সেকেন্ড এডিশন দু’বছর ধরে নিয়মিত সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রস্তুতকাররী সংস্থা।