Nokia -র এই ফোন কিনলে ব্যাঙ্কে ঢুকবে হাজার টাকা, সাথে রয়েছে ৪ হাজার টাকার বেনিফিট

নোকিয়ার জনপ্রিয় বাজেট ফোন Nokia C21 Plus এর উপর লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনের এমআরপি ১১,৯৯৯ টাকা হলেও, কোম্পানির ওয়েবসাইটে ফোনটি ১০,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, যার জন্য আপনাকে ফোনটি কেনার সময় FLAT500 কুপন কোড ব্যবহার করতে হবে। এছাড়া আপনি যদি জিও (Jio) ব্যবহারকারী হন, Nokia C21 Plus কেনার সময় Jio Exclusive পোগ্রামের অধীনে ১০ শতাংশ প্রাইম সাপোর্ট পাবেন। নোকিয়ার ওয়েবসাইট অনুসারে, জিও এরজন্য ১ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে‌। এরসাথে আরও অনেক সুবিধা পাওয়া যাবে।

Nokia C21 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া সি২১ প্লাস ফোনে আছে ৭২০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৫ ইঞ্চি ২.৫ডি ডিসপ্লে। এই ডিসপ্লে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ এসেছে। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর এসসি৯৮৬৩এ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নোকিয়া সি২১ প্লাস ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা পোট্রেট, প্যানোরমা ও এইচডিআর সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Nokia C21 Plus ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও মাইক্রো ইউএসবি পোর্ট।