Nokia G11 Plus ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে টানা তিনদিন, দাম ১৩ হাজার টাকার কম

নোকিয়া চুপিসারে ভারতের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন Nokia G11 Plus হ্যান্ডসেটটি। কোম্পানি সম্প্রতি ভারতে এই স্মার্টফোনটির লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করেছিল, যা ইঙ্গিত দিয়েছিল, ডিভাইসটি একটি ব্লোটওয়্যার-মুক্ত অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা অফার করবে। প্রসঙ্গত, নোকিয়ার লাইসেন্সধারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) এবছর জুন মাসে বিশ্ব বাজারে সাশ্রয়ী মূল্যের এই ফোনটি লঞ্চ করেছিল। Nokia G11 Plus-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এইচডি+ ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪ জিবি র‍্যাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, নোকিয়া দাবি করেছে যে, এই নয়া হ্যান্ডসেটের ব্যাটারিটি তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। চলুন ভারতের বাজারে G11 Plus-এর দাম এবং এর সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে নোকিয়া জি১১ প্লাস-এর দাম এবং উপলব্ধতা – Nokia G11 Plus Price in India and Availability

নোকিয়া জি১১ প্লাস-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। ফোনটি নোকিয়া ইন্ডিয়ার সাইটে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। হ্যান্ডসেটটি চারকোল গ্রে এবং লেক ব্লু- এই দুটি কালার অপশনে কেনা যাবে। আশা করা যায়, এই বাজেট রেঞ্জের নোকিয়া স্মার্টফোনটি শীঘ্রই অন্যান্য খুচরো এবং অনলাইন স্টোরগুলিতেও পাওয়া যাবে।

নোকিয়া জি১১ প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Nokia G11 Plus Specifications and Features

নোকিয়া জি১১ প্লাস-এ ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি একটি ব্লোটওয়্যার-মুক্ত অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং কোম্পানি এতে দুটি ওএস আপগ্রেড এবং তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির জন্য, Nokia G11 Plus-এ অটোফোকাস এবং এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস ক্যামেরা বর্তমান। সংস্থা জানিয়েছে যে, Nokia G11 Plus ৩ দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম এবং এতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে বলেও জানা গেছে।

এছাড়া, Nokia G11 Plus-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল-সিম (ন্যানো) সাপোর্ট, ৪জি সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫.০ সাপোর্ট। নিরাপত্তার জন্য, এই হ্যান্ডসেটে একটি ফেস আনলক ফিচার এবং একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এই নোকিয়া ফোনে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির পরিমাপ ১৬৪.৮x৭৫.৯x৮.৫৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯২ গ্রাম। G11 Plus জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং পেয়েছে।