Nokia G22 সস্তায় 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল, বাড়িতে বসেই ফোনের সমস্যা ঠিক করা যাবে

Nokia G22 এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩০ ইউরো (প্রায় ১২,৮৫৩ টাকা)

Nokia G22 আজ অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি লঞ্চ হল। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এটি সহজেই রিপেয়ার করা যাবে। এরজন্য HMD Global জনপ্রিয় সংস্থা iFixit এর সাথে হাত মিলিয়েছে। তারা ক্রেতাদের টুলস, গাইড ও যন্ত্রাংশ সরবরাহ করবে, যেগুলি ডিসপ্লে, চার্জিং পোর্ট ও ব্যাটারি ঘটিত সমস্যা সমাধানে লাগবে। এদিকে ফিচারের কথা বললে, Nokia G22 ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ইউনিসক প্রসেসর ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nokia G22 এর দাম ও লভ্যতা

নোকিয়া জি২২ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩০ ইউরো (প্রায় ১২,৮৫৩ টাকা)। ফোনটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, যদিও এর দাম জানা যায়নি। আজ থেকে ইউরোপে চারকোল, গ্রীন ও পিঙ্ক কালার অপশনের মধ্যে নোকিয়া জি২২ বেছে নেওয়া যাবে।

Nokia G22 এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া জি২২ ফোনে ১০০ শতাংশ পুনঃব্যবহার যোগ্য প্ল্যাস্টিক ব্যাক কভার দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এটি ৩ বছর ওয়ারেন্টি ও আপডেট অফার করবে। আর এটি ফুল চার্জে ৩ দিন চলবে। এইচএমডি গ্লোবাল দাবি করেছে যে, এর ব্যাটারি পরিবর্তন করতে ৫ মিনিট লাগবে, আর ডিসপ্লে পরিবর্তন করতে লাগবে ২০ মিনিট।

এবার আসি স্পেসিফিকেশনের কথায়, Nokia G22 ফোনে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Nokia G22 এন্ট্রি লেভেল স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। সফটওয়্যারের কথা বললে, এতে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য Nokia G22 ফোনে ৫,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।