Nokia 5G ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল অ্যান্ড্রয়েড ১২ আপডেট

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Nokia G60 5G। আর তার পরপরই এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ আপডেট এল। সাথে ফোনটি অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচও পেয়েছে। তবে আপাতত ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় আপডেটটি রোল আউট করা হয়েছে। যদিও শীঘ্রই যে Nokia G60 5G এর অন্যান্য অঞ্চলের ইউজাররা আপডেটটি পাবে তা বলার অপেক্ষা রাখে না।

Nokia G60 5G ফোনে এল Android 12 আপডেট

নোকিয়া জি৬০ ৫জি ফোনে আসা অ্যান্ড্রয়েড ১২ আপডেটের বিল্ড নম্বর – V1.190। এর সাথে এসেছে অক্টোবরের মাসের সিকিউরিটি প্যাচ। নতুন এই আপডেটের সাইজ ২.২৬ জিবি বা ৫৪.৯১ এমবি (অঞ্চল ভেদে) হবে বলে জানিয়েছে নোকিয়াপাওয়ারইউজার।

নয়া এই আপডেট নোকিয়া জি৬০ ৫জি ফোনের ইউআই কে আরও আকর্ষণীয় করবে। সাথে যুক্ত করবে নতুন কিছু ফিচার। পাশাপাশি সিকিউরিটি প্যাচ ফোনের সিস্টেম কে আরও নিরাপদ করে তুলবে।

যেমনটা আগেই বলেছি, Nokia G60 5G ফোনের ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় ইউজারদের জন্য আপাতত আপডেটটি রোলআউট করা হয়েছে। তবে শীঘ্রই অন্যান্য অঞ্চলের ফোনে এটি পাওয়া যাবে। তাই আপনার ফোনে নতুন এই আপডেট এসেছে কিনা চেক করতে, ‘সেটিংস’ ও তারপর ‘সিস্টেম আপডেট’ সেকশনে যান।