প্রায় ৮ হাজার টাকা সস্তা হল Redmi-র এই আকর্ষণীয় ফোন, ফিচার্স দেখলে লাফাবেন

Redmi Note 11T Pro স্মার্টফোনটি গত বছর মে মাসের শেষে চীনে আত্মপ্রকাশ করেছে। এর সাথে Redmi Note 11T Pro Plus এবং Redmi Note 11T Astro Boy Limited Edition নামে আরও দুটি মডেল বাজারে পা রাখে। এই হ্যান্ডসেটগুলি লঞ্চের পাঁচ মাস পরে অক্টোবরে, ব্র্যান্ডটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ Note 11T Pro-এর একটি নতুন ভ্যারিয়েন্টও প্রকাশ করেছে। যা ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,১৮০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছিল। আর এখন, এর প্রায় এক বছর পরে Redmi Note 11T Pro-এর উল্লেখিত ভ্যারিয়েন্টটিতে প্রচুর ছাড় ঘোষণা করা হয়েছে। এটি এখন একটি বাজেট স্মার্টফোনের দামে পাওয়া যাচ্ছে।

Redmi Note 11T Pro-এর ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজে ব্যাপক ছাড়

রেডমি নোট ১১টি প্রো-এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে চীনে মাত্র ১,৩৯৯ (প্রায় ১৬,১২৫ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এই অফারটি দিচ্ছে সেখানকার অননলাইন রিটেলার জেডি৷

হ্যান্ডসেটটি আসলে জেডি-তে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,২৬৫ টাকা)-এ তালিকাভুক্ত করা হয়েছে। তবে, ক্রেতারা আরও দাম কমাতে ১০০ ইউয়ান (প্রায় ১,১৬০ টাকা)-এর কুপন প্রয়োগ করতে পারেন। তাই সবমিলিয়ে গ্রাহকরা মোট ৭০০ ইউয়ান (প্রায় ৭,৯৫০ টাকা) বাঁচাতে পারবেন। জানিয়ে রাখি, রেডমি নোট ১১টি প্রো ভারতে রেডমি কে৫০আই এবং বিশ্বের অন্যান্য মার্কেটে পোকো এক্স৪ জিটি হিসাবে বিক্রি হয়৷

Redmi Note 11T Pro-এর প্রধান আকর্ষণ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০। এছাড়াও এতে ফুলএইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সহ উচ্চ-মানের এলইডি স্ক্রিন রয়েছে। Note 11T Pro-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০৮০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট।