Redmi Note 9 Pro, Redmi Note 9S ইউজারদের জন্য এপ্রিলের আগেই সুখবর, এল MIUI 14 আপডেট

Xiaomiui এর রিপোর্ট অনুযায়ী, Redmi Note 9 Pro, Redmi Note 9S এর গ্লোবাল ভ্যারিয়েন্টে MIUI 14 কাস্টম স্কিনের আপডেট এসেছে

গত জানুয়ারির শেষে জানা গিয়েছিল যে, Redmi Note 9 সিরিজ ২০২৩ এর দ্বিতীয় কোয়ার্টারে MIUI 14 আপডেট পাবে। তবে তার আগে Redmi Note 9 Pro, Redmi Note 9S ফোন দুটি নয়া এই ওএস এর আপডেট পেতে শুরু করল। যদিও আপাতত কিছু ইউজার এই আপডেট পাচ্ছে। তবে আশা করা যায় যে, Redmi Note 9 Pro, Redmi Note 9S এর নয়া এই আপডেট শীঘ্রই সমস্ত ইউজারের কাছে পৌঁছে যাবে।

Xiaomiui এর রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ৯ প্রো, রেডমি নোট ৯এস এর গ্লোবাল ভ্যারিয়েন্টে এমআইইউআই ১৪ কাস্টম স্কিনের আপডেট এসেছে। তবে এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক। জানিয়ে রাখি, ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছিল।

যেমনটা আগে বলেছি, আপাতত কিছু সংখ্যক বিটা টেস্টারদের কাছে এই আপডেট পৌঁছেছে। আগামী সপ্তাহে এর ‘স্টেবল বিটা’ চলে আসবে বলে ধরে নেওয়া যায়। আর এক মাসের মধ্যে ‘স্টেবল’ ভার্সন রোলআউট করা হবে। তখন সবার কাছে এই আপডেট পৌঁছে যাবে।

যাইহোক, MIUI 14 কাস্টম স্কিন Redmi Note 9 Pro, Redmi Note 9S এর জন্য তৃতীয় বড় এমআইইউআই আপডেট। এগুলি এমআইইউআই ১১ কাস্টম রম সহ লঞ্চ হয়েছিল। এটা খুবই ভালো যে, শাওমি কোনো বাজেট ফোনে তিনবছর ধরে ওএস আপডেট দিচ্ছে।