Nokia 02 4G ও Nokia 120 4G বড় ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম শুরু 5900 টাকা থেকে

Nokia Mobile আজ আরও দুটি সস্তা ফোন নিয়ে হাজির হল, যাদের নাম Nokia 02 4G ও Nokia 120 4G। আপাতত ডিভাইস দুটি দক্ষিণ...
techgup 22 April 2023 12:39 PM IST

Nokia Mobile আজ আরও দুটি সস্তা ফোন নিয়ে হাজির হল, যাদের নাম Nokia 02 4G ও Nokia 120 4G। আপাতত ডিভাইস দুটি দক্ষিণ আফ্রিকায় লঞ্চ হয়েছে। ফিচারের দিক থেকে এই দুটি ফোন যথাক্রমে Nokia C02 ও Nokia C12 এর রিব্র্যান্ডেড ভার্সন। তবে এদের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। Nokia 02-4G ও Nokia 120 4G উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে।

Nokia 02 4G ও Nokia 120 4G-এর দাম ও কালার অপশন

নোকিয়া ০২ ৪জি ফোনের ১ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯৯ আফ্রিকান রান্ড (প্রায় ৫৯০০ টাকা)। এটি চারকোল ও ডার্ক সায়ান কালারে পাওয়া যাবে।

অন্যদিকে নোকিয়া ১২০ ৪জি ফোনের ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৪৯৯ আফ্রিকান রান্ড (প্রায় ৬৮০০ টাকা)। এটি দুটি কালারে এসেছে - লাইট মিন্ট ও চারকোল। নোকিয়া ১২০ ৪জি ৩ জিবি র‌্যাম ভ‌্যারিয়েন্টেও পাওয়া যাবে। যদিও এর দাম এখনও জানানো হয়নি।

Nokia 02 4G ও Nokia 120 4G-এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া এখনও Nokia 02 4G ও Nokia 120 4G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কেবল জানা গেছে, Nokia 120 4G ইউনিসক এসসি৯৮৬৩এ১ প্রসেসর, ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এতে ২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

আর Nokia 02 4G ফোনে আছে আইপি৫২ রেটিং। দুটি ডিভাইসে রয়েছে ৩,০০০ এমএএইচ ব্যাটারি, ব্লুটুথ ৫.২, এফএম রেডিও। দুটি ফোনই দু'বছর সিকিউরিটি আপডেট পাবে।

Show Full Article
Next Story