Nokia 02 4G ও Nokia 120 4G বড় ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম শুরু 5900 টাকা থেকে

Nokia Mobile আজ আরও দুটি সস্তা ফোন নিয়ে হাজির হল, যাদের নাম Nokia 02 4G ও Nokia 120 4G। আপাতত ডিভাইস দুটি দক্ষিণ আফ্রিকায় লঞ্চ…

Nokia Mobile আজ আরও দুটি সস্তা ফোন নিয়ে হাজির হল, যাদের নাম Nokia 02 4G ও Nokia 120 4G। আপাতত ডিভাইস দুটি দক্ষিণ আফ্রিকায় লঞ্চ হয়েছে। ফিচারের দিক থেকে এই দুটি ফোন যথাক্রমে Nokia C02 ও Nokia C12 এর রিব্র্যান্ডেড ভার্সন। তবে এদের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। Nokia 02-4G ও Nokia 120 4G উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে।

Nokia 02 4G ও Nokia 120 4G-এর দাম ও কালার অপশন

নোকিয়া ০২ ৪জি ফোনের ১ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২৯৯ আফ্রিকান রান্ড (প্রায় ৫৯০০ টাকা)। এটি চারকোল ও ডার্ক সায়ান কালারে পাওয়া যাবে।

অন্যদিকে নোকিয়া ১২০ ৪জি ফোনের ২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৪৯৯ আফ্রিকান রান্ড (প্রায় ৬৮০০ টাকা)। এটি দুটি কালারে এসেছে – লাইট মিন্ট ও চারকোল। নোকিয়া ১২০ ৪জি ৩ জিবি র‌্যাম ভ‌্যারিয়েন্টেও পাওয়া যাবে। যদিও এর দাম এখনও জানানো হয়নি।

Nokia 02 4G ও Nokia 120 4G-এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া এখনও Nokia 02 4G ও Nokia 120 4G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কেবল জানা গেছে, Nokia 120 4G ইউনিসক এসসি৯৮৬৩এ১ প্রসেসর, ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এতে ২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

আর Nokia 02 4G ফোনে আছে আইপি৫২ রেটিং। দুটি ডিভাইসে রয়েছে ৩,০০০ এমএএইচ ব্যাটারি, ব্লুটুথ ৫.২, এফএম রেডিও। দুটি ফোনই দু’বছর সিকিউরিটি আপডেট পাবে।