Nokia PureBook S14 ল্যাপটপের সাথে ভারতে লঞ্চ হল একঝাঁক Nokia QLED Smart TV

বছরের সবথেকে প্রতীক্ষিত সেল ‘Big Billion Days’ শুরু হওয়ার আগেই Flipkart, ‘ব্র্যান্ড নিউ’ কয়েকটি Nokia ব্র্যান্ডের প্রোডাক্টকে নিয়ে এলো ক্রেতাদের জন্য। যার মধ্যে প্রথমটি হলো, Nokia QLED TV রেঞ্জ অধীনস্ত ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি ডিসপ্লের দুটি টিভি মডেল। এরই সাথে থাকছে ভিন্ন ডিসপ্লে সাইজের ৪টি নতুন FHD এবং 4K রেজোলিউশনের স্মার্ট টিভি। আবার, Nokia PureBook S14 নামের একটি নয়া ল্যাপটপও লঞ্চ করা হয়েছে। এই ল্যাপটপে লেটেস্ট উইন্ডোজ ১১ ওএস প্রি-ইনস্টল করা আছে। এখানেই শেষ হয়ে যাচ্ছে না তালিকা। উল্লেখিত প্রোডাক্টগুলির পাশাপাশি একটি নতুন হেডসেট (Nokia T4010) এবং তিনটি দুর্দান্ত TWS ইয়ারবাড (T3030, T3020, T3010) -ও আনা হয়েছে। উল্লেখ্য, নবাগত এই প্রত্যেকটি গ্যাজেটক কেবলমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে। গত বছরও ফ্লিপকার্ট এমনি বেশ কয়েকটি ‘এক্সক্লুসিভ’ Nokia ব্র্যান্ডেড প্রোডাক্ট ভারতে লঞ্চ করেছিল।

Nokia QLED TV range

সদ্য লঞ্চ হওয়া ‘মেড-ইন-ইন্ডিয়া’ নোকিয়া QLED টিভি রেঞ্জে মোট দুটি স্মার্ট টেলিভিশন রয়েছে – ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেল। এই টিভিগুলিতে অ্যাক্টিভ কোয়ান্টাম ডট ফিল্টার সহ কোয়ান্টাম ডট টেকনোলজি সাপোর্ট করবে, যা দুর্দান্ত ভিজ্যুয়াল কোয়ালিটি প্রদান করবে। এছাড়া, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ ফিচার পাওয়া যাবে, যা টিভিতে দেখানো ছবি বা ভিডিওগুলিকে বর্ধিত কনট্রাস্ট এবং প্রাণবন্ত উজ্জ্বল রঙের সাথে প্রদর্শন করবে। আবার, উৎকর্ষমানের ডিসপ্লে ভিউয়িং ক্ল্যারিটি সরবরাহ করতে, টিভি দুটিতে ১০২% NTSC কালার গ্যামট সমেত গামা ইঞ্জিন ২.২ (Gamma engine 2.2) সহ এসেছে।

অডিও ফ্রন্টের কথা বললে, সিনেমেটিক মানের সাউন্ড সরবরাহের জন্য Nokia QLED TV দুটিতে মোট ৬০ ওয়াটের JBL স্পিকার এবং হারমান অডিওইএফএক্স অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য টিভিদ্বয়ে, ৭০০ মেগাহার্টজ ক্লক রেটের জি৩২ জিপিইউ এবং ১.১ গিগাহার্টজ ক্লক রেটের কোয়াড-কোর প্রসেসর থাকছে। নোকিয়া ব্র্যান্ডিং -এর এই দুটি লেটেস্ট টেলিভিশন, অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। আর স্টোরেজের ক্ষেত্রে এগুলিতে, ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম পাওয়া যাবে। এছাড়া, টিভি দুটিতে Netflix, Amazon Prime, Disney + Hotstar, YouTube সহ বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা যাবে।

দাম ও লভ্যতা: নোকিয়া QLED টিভি রেঞ্জের দাম ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এগুলিকে ৩রা অক্টোবর অর্থাৎ ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলের প্রথম দিন থেকে কেনা যাবে।

Nokia Smart TV range

প্রিমিয়াম QLED স্মার্ট টিভি দুটির সঙ্গেই, ফ্লিপকার্ট নোকিয়া ব্র্যান্ডের আরো চারটি নতুন স্মার্ট টেলিভিশনও নিয়ে এসেছে। এগুলি হলো, একটি ৪৩ ইঞ্চির ফুল এইচডি টিভি এবং ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৫৫ ইঞ্চির তিনটি 4K স্মার্ট টিভি। চারটি টিভিতেই, ডলবি ভিশন, এইচডিআর ১০ প্লাস, গামা ইঞ্জিন ২.২ -এর সাপোর্ট পাওয়া যাবে। এগুলিতে IPS LCD কোয়ালিটির ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। চারটি টিভিকেই ‘আই প্রোটেক্ট প্লাস’ মোড সহ নিয়ে আসা হয়েছে, যা ক্ষতিকারক ব্লু লাইটের থেকে ইউজারের চোখকে সুরক্ষিত রাখবে। সাউন্ড সিস্টেম হিসাবে এগুলিতে, ৬০ ওয়াটের ডুয়েল JBL স্পিকার রয়েছে। একই সাথে, থাকছে হারমান অডিওইএফএক্স অ্যালগরিদম, যা ‘থিয়েটার-লাইক’ সাউন্ড অফার করবে। উক্ত চারটি টিভির প্রসেসর, র‍্যাম, এবং স্টোরেজ ফ্রন্ট পূর্ববর্তী QLED টিভির মতোই এক সমান।

Nokia PureBook S14 ল্যাপটপ

নোকিয়া পিওরবুক এস১৪ ল্যাপটপটি হলো মূলত গত বছর লঞ্চ হওয়া PureBook X14 মডেলের আপগ্রেডেড ভার্সন। এতে, ৮২% স্ক্রিন-টু-বডি রেশিও সহ একটি ১৪ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে রয়েছে। ল্যাপটপে, ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম চালিত। ল্যাপটপে, ৮ জিবি বা ১৬ জিবি DDR4 র‍্যাম এবং ৫১২ জিবি NVMe এসএসডি বর্তমান। এতে, ডলবি অ্যাটমস সহ টপ-ফায়ারিং স্পিকার রয়েছে। নোকিয়া পিওরবুক এস১৪ -এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, একটি ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট।

Nokia Headsets

ফ্লিপকার্ট, T4010 মডেল নম্বর যুক্ত একটি নতুন নোকিয়া হেডসেট এবং T3030, T3020, T3010 মডেল নম্বরের সাথে তিনটি নয়া TWS ইয়ারবাড ভারতে নিয়ে এসেছে। নোকিয়ার এই ইয়ারবাডগুলির দাম শুরু হচ্ছে ১,৪৯৯ টাকা থেকে। অন্যদিকে, হেডসেটের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। অক্টোবর থেকে এই চারটি অডিও প্রোডাক্ট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

17 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

25 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

54 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

4 hours ago