Nokia T10 ট্যাবলেট বাজেট রেঞ্জে লঞ্চ হল, ৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি
HMD Global আজ বাজারে আনল তাদের নতুন ট্যাবলেট, Nokia T10। এটি ওয়াই-ফাই ও ওয়াই-ফাই + ৪জি এলটিই ভ্যারিয়েন্টে লঞ্চ...HMD Global আজ বাজারে আনল তাদের নতুন ট্যাবলেট, Nokia T10। এটি ওয়াই-ফাই ও ওয়াই-ফাই + ৪জি এলটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। আবার এই ট্যাবলেটে পাওয়া যাবে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫১০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া Nokia T10 এসেছে ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে। আসুন Nokia T10 ট্যাবের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Nokia T10 এর দাম ও লভ্যতা
এইচএমডি গ্লোবাল এখনও নোকিয়া টি১০ এর দাম জানায়নি। তবে ফিচার দেখে মনে হচ্ছে এটি বাজেট রেঞ্জে পাওয়া যাবে। আশা করা যায় শীঘ্রই ট্যাবটির বিক্রি ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশে শুরু হবে।
Nokia T10 এর স্পেসিফিকেশন ও ফিচার
নোকিয়া টি১০ ট্যাবের সামনে আছে ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১২ চালিত ডিভাইসটি অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ রিকোমন্ডেড ডিভাইস হিসেবে এসেছে, যা তিনবছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি নিশ্চিত করেছে। ওয়াই-ফাই ও ওয়াই-ফাই + ৪জি এলটিই ভ্যারিয়েন্টে আসা নোকিয়া টি১০ ট্যাবে Unisoc T606 প্রসেসর পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফেস আনলক ফিচার।
ক্যামেরার কথা বললে, Nokia T10 এর পিছনে অটোফোকাস সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। আবার সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। Nokia T10-এ আছে জলরোধী আইপিএক্স২ রেটিং, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। বিল্ড ইন এফ ফিচার সহ আসা এই ট্যাবে দেওয়া হয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ও ব্লুটুথ ভি৫.০ কানেক্টিভিটি।