গেম খেলা দূর অন্ত, পড়াশোনায় ফাঁকি দেওয়া কঠিন হয়ে যাবে Nokia T20 Education Edition Tab থাকলে

Nokia T20-এর হাত ধরে গত মাসে ট্যাবলেটের বাজারে সারপ্রাইজ এন্ট্রি নিয়েছিল নোকিয়া। ভারত-সহ বিভিন্ন দেশের বাজারে ট্যাবলেট ডিভাইসটির আত্মপ্রকাশ ঘটেছিল। খুব কম সময়ের মধ্যেই নোকিয়া…

Nokia T20-এর হাত ধরে গত মাসে ট্যাবলেটের বাজারে সারপ্রাইজ এন্ট্রি নিয়েছিল নোকিয়া। ভারত-সহ বিভিন্ন দেশের বাজারে ট্যাবলেট ডিভাইসটির আত্মপ্রকাশ ঘটেছিল। খুব কম সময়ের মধ্যেই নোকিয়া এবার ট্যাবটির একটি নতুন ভ্যারিয়েন্টের ঘোষণা করল৷ নয়া ট্যাবটির নাম Nokia T20 Education Edition। এটি পড়ুয়াদের অনলাইন স্টাডিতে সাহায্য করবে বলেই বিশ্বাস নোকিয়ার।

নোকিয়া টি২০ এডুকেশন এডিশন: স্পেসিফিকেশনস ও দাম (Nokia T20 Education Edition Specifications, Price)

নোকিয়া টি২০-এর সাধারণ মডেলের মতো নোকিয়া টি২০ এডুকেশন এডিশনে ১০.৪ ইঞ্চি 2K ডিসপ্লে রয়েছে, যা ১২০০x২০০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এটি Swiss SGS low blue light সার্টিফায়েড। অর্থাৎ স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর নীল রশ্মি থেকে সুরক্ষা পাওয়া যাবে। আই প্রটেকশন মোড বলে একটি ডিসপ্লে ফিচারও রয়েছে এই ট্যাবে।

Nokia T20 Education Edition-এ অক্টা-কোর Unisoc T610 প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ ট্যাবটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা পাওয়া যাবে।

নার্সারি, প্রাইমারি, ও হাই-স্কুলের সিলেবাসে পড়াশোনার জন্য এতে টিচিং সাপ্লিমেন্ট কনটেন্ট প্রিলোড করা আছে। অতিরিক্ত অ্যাপ ইন্সটল বা কোনও কোর্স কেনার প্রয়োজন পড়বে না। আবার এই ট্যাবে কোনও গেম ডাউনলোড করা যাবে না। সুতরাং সন্তান যে ট্যাবে সময় অপচয় করছে না, সে ব্যাপারে অভিভাবকরা নিশ্চিত থাকতে পারেন। এছাড়া উইচ্যাটের মাধ্যমেই দেখে নেওয়া যাবে, ট্যাব কতক্ষণ ব্যবহার করা হচ্ছে।

নোকিয়া টি২০ এডুকেশন এডিশনে পাওয়ার ব্যাকআপের জন্য ৮,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও ট্যাবলেটের রিটেল বক্সের মধ্যে ১০ ওয়াটের চার্জার দেওয়া থাকবে। ট্যাবের দাম বা কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও সবিস্তারে কিছু জানায়নি নোকিয়া।