Nokia X30 5G vs Nokia G60 5G: নোকিয়ার দুই ৫জি ফোনের মধ্যে কোনটি সেরা দেখে নিন

Nokia X30 vs Nokia G60 : কোন ফোনটি কেমন ফিচার অফার করছে দেখে নিন

Nokia সম্প্রতি ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি ব্র্যান্ড-নিউ প্রিমিয়াম ফোন লঞ্চ করেছে। ৫জি স্ন্যাপড্রাগন প্রসেসর সহ বাজারে আসা নতুন এই স্মার্টফোনটির নাম Nokia X30 5G। তাই হালফিলে যারা একটি জম্পেশ পঞ্চম প্রজন্মের কানেক্টিভিটিযুক্ত নোকিয়া স্মার্টফোন কিনতে আগ্রহী, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ সুসংবাদ। এই প্রসঙ্গে বলে রাখি, এতদিন পর্যন্ত Nokia G60 5G মডেলটি সংস্থার সবচেয়ে দামি হ্যান্ডসেট হিসেবে পরিচিত ছিল। কোম্পানিটি গত বছরের নভেম্বরে এই ডিভাইসটি বাজারে আনে। উল্লেখ্য যে, দুটি স্মার্টফোনেই একই প্রসেসর বিদ্যমান। এমত পরিস্থিতিতে কোন ফোনটি কেনা লাভজনক, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইউজারদের খানিকটা বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তাই ক্রেতাদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে আমরা Nokia-র উক্ত দুটি ফোনের মধ্যে তুল্যমূল্য বিচার করতে চলেছি। ফলে আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে নিলেই আলোচ্য দুটি হ্যান্ডসেটের মধ্যে কোনটি সেরা, তা অতি অনায়াসে জেনে ফেলতে পারবেন আপনি।

Nokia X30 vs Nokia G60: দাম

নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নোকিয়া এক্স৩০ ৫জি-এর মূল্য ৪৮,৯৯৯ টাকা, যেখানে গত বছর লঞ্চ হওয়া নোকিয়া জি৬০ ৫জি-এর দাম ২৯,৯৯৯ টাকা।

Nokia X30 vs Nokia G60: ডিসপ্লে

ডিসপ্লের কথা বললে, নোকিয়া এক্স৩০ ৫জি-তে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে, নোকিয়া জি৬০ ৫জি-তে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন।

Nokia X30 vs Nokia G60: প্রসেসর

প্রসেসরের কথা বলতে গেলে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর (Qualcomm Snapdragon 695 octa-core) প্রসেসর সহ বাজারে এসেছে নোকিয়া এক্স৩০ ৫জি। এই স্মার্টফোনটিতে ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। অন্যদিকে, নোকিয়া জি৬০ ৫জি-তেও একই প্রসেসর বিদ্যমান। তবে এই ডিভাইসে ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স (LPDDR4x) র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইউএফএস ২.২ (UFS 2.2) স্টোরেজের দেখা মিলবে।

Nokia X30 vs Nokia G60: ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য, নোকিয়া এক্স৩০ ৫জি-তে রয়েছে ৪,২০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, নোকিয়া জি৬০ ৫জি-তে পাওয়া যাবে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Nokia X30 vs Nokia G60: ক্যামেরা

ক্যামেরার কথা বলতে গেলে, নোকিয়া এক্স৩০ ৫জি-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এক্ষেত্রে বলে রাখি, ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। আবার, সেলফি তোলার জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, নোকিয়া জি৬০ ৫জি-তে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। তদুপরি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরার দেখা মিলবে।