Battlegrounds Mobile India-র বিরুদ্ধে ফের চীনে ডেটা পাঠানোর অভিযোগ, শীঘ্রই ব্যান হবে?

লঞ্চের আগেই (বলা ভালো জাঁকিয়ে বসার আগেই) PUBG Mobile-এর বিকল্প Battlegrounds Mobile India (BMI)-কে ঘিরে এদেশে বিতর্ক দানা বেঁধেছে। ভারতের বেশকিছু রাজনীতিবিদ এবং সমাজকর্মী, ইতিমধ্যেই বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রককে গেমটি ব্যান করার দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে গেমটির দ্বারা ভারতীয়দের গোপনীয়তা লঙ্ঘিত হবে। যদিও ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার নির্মাতা সংস্থা Krafton (ক্র্যাফ্টন), গেমটিকে সম্পূর্ণ ভারতীয় বলে বা এটির সার্ভার ভারতে থাকবে বলে নিশ্চিত করেছে। তবে এই দাবি যে কতটা সত্যি তা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল। আসলে সম্প্রতি গেমটির অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ডাউনলোডের জন্য উপলব্ধ হওয়ার পর জানা গিয়েছে যে, এটিতে সংগৃহীত ডেটা চীনের সার্ভারগুলিতে পাঠানো হচ্ছে।

Battlegrounds Mobile India গেমের ডেটা কীভাবে চীনের কাছে যাচ্ছে

আইজিএন (IGN)-এর রিপোর্ট অনুযায়ী, ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম ভারতের আইন মেনে চলবে বলে দাবি করলেও, তারা ভারতীয় ইউজারদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তথ্য চীনের একটি সার্ভারে পাঠাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে জানা গেছে যে, এই সার্ভার আসলে বেইজিংয়ের চায়না মোবাইল কোম্পানির দ্বারা পরিচালিত হচ্ছে যার আসল মালিক PUBG Mobile-এর পূর্ব পরিচালক Tencent। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মুম্বাই এবং মস্কোতে অবস্থিত Microsoft Azure-এর সার্ভারগুলিতেও এই ডেটা প্রেরণ করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউজারদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ডেটা প্যাকেট স্নিফার অ্যাপ্লিকেশন ইনস্টল করে খুব সহজেই এই তথ্য প্রকাশ করা গেছে। এই অ্যাপটি, স্মার্টফোন কোন সার্ভারের সাথে যোগাযোগ করছে তা সন্ধান করতে সক্ষম। এর জন্য কোনো ম্যাচ খেলার প্রয়োজন হবে না।

স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর বেশ হইচই সৃষ্টি হয়েছে। ক্র্যাফ্টন, তার পরিষেবার শর্তাদিতে চীনা সম্পর্কের কথা নাকচ করে প্লেয়ারদের ব্যক্তিগত তথ্য ভারত এবং সিঙ্গাপুর ভিত্তিক সার্ভারগুলিতে স্টোর বা প্রক্রিয়াজাত করার কথা বললেও, কেন এরকম ডেটা স্থানান্তর চলছে – সেই নিয়েও উঠছে প্রশ্ন। সেক্ষেত্রে তারা শর্তাবলীতে লিগ্যাল রিকোয়ারমেন্টস বা আইনী প্রয়োজনীয়তার জন্য, ডেটা অন্য দেশে স্থানান্তর করার যে বিষয়টি উল্লেখ করেছে সেটিই এই ঘটনায় সক্রিয় হয়েছে বলে মনে হচ্ছে। ফলে আগামীদিনে PUBG Mobile-র মতই Battlegrounds Mobile India গেমটিও ব্যান হতে পারে – এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন