Nokia XR21: ভাঙা দূরহ! নোকিয়ার নয়া ফোনে মিলিটারি গ্রেড সুরক্ষা, 64MP ক্যামেরাও রয়েছে

এইচএমডি গ্লোবাল (HMD Global) ব্রিটেনে Nokia XR21 নামে একটি নতুন মডেল লঞ্চ করেছে। এই রাগড স্মার্টফোন ২০২১ সালের জুলাই...
Ananya Sarkar 4 May 2023 11:15 AM IST

এইচএমডি গ্লোবাল (HMD Global) ব্রিটেনে Nokia XR21 নামে একটি নতুন মডেল লঞ্চ করেছে। এই রাগড স্মার্টফোন ২০২১ সালের জুলাই মাসে লঞ্চ হওয়া Nokia XR20-এর উত্তরসূরি হিসেবে এসেছে। এটি এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি অফার করে। এছাড়াও, Nokia XR21 বাহ্যিকভাবে বিভিন্ন ধরনের কঠোর ও প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। আসুন এই নবাগত স্মার্টফোনটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Nokia XR21-এর ডিজাইন ও স্পেসিফিকেশন

ডিজাইনের ক্ষেত্রে, নোকিয়া এক্সআর২১-এ ১০০ শতাংশ রিসাইকেল করা অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং কঠিন উপাদান ব্যবহার করা রয়েছে। এতে এমআইএল-এসটিডি ৮১০এইচ (MIL-STD 810H) ডিফেন্স-গ্রেডের স্থায়িত্ব এবং আইপি৬৮ (IP68) ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। ডিভাইসটি ধুলো, জল এবং ড্রপ প্রতিরোধী আইপি৬৯কে (IP69K) সার্টিফিকেশনের সাথে এসেছে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, নোকিয়া এক্সআর২১-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে সহ ৬.৪৯ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ ডিভাইসটিতে গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা রয়েছে এবং এটি ভেজা হাতে ও গ্লাভসের সাথেও ব্যবহার করা যায়। নিরাপত্তার জন্য, এক্সআর২১-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দুটি প্রোগ্রামেবল বাটন রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nokia XR21-এ এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia XR21-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়া, এই নবাগত নোকিয়া স্মার্টফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে অতিরিক্ত-লাউড স্টেরিও স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক, একটি ইউএসবি-সি পোর্ট, ন্যাভিক, ৫জি সংযোগ, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১।

Nokia XR21-এর মূল্য ও লভ্যতা

ব্রিটেনের বাজারে Nokia XR21-এর একমাত্র ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯৯.৯৯ ইউরো (প্রায় ৫১,৩০০ টাকা)। হ্যান্ডসেটটি মিডনাইট ব্ল্যাক এবং পাইন গ্রিন এই দুটি কালার অপশনে আগামী মাস থেকে যুক্তরাজ্যে কেনার জন্য উপলব্ধ হবে। তবে এটি ভারত বা অন্যান্য আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে নোকিয়ার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story