Categories: Mobiles

Nokia XR30: 64MP ক্যামেরা ও 33W ফাস্ট চার্জিং সহ নতুন স্মার্টফোন আনছে নোকিয়া

ফিনল্যান্ড-ভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global) ২০২১-এর জুলাই মাসে লঞ্চ হওয়া Nokia XR20-এর মতো একটি রাগড স্মার্টফোনের ওপর কাজ করছে। আর এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই আসন্ন ফোনটিকে আগে Nokia Sentry 5G হিসাবে উল্লেখ করা হলেও, এটি বাজারে আসতে পারে Nokia XR-সিরিজের ফোন হিসেবে বা নির্দিষ্টভাবে “Nokia XR30” নামের সাথে। ফোনটির প্রেস রেন্ডার এবং স্পেসিফিকেশনও ফাঁস করা হয়েছে।

প্রকাশ্যে এল Nokia XR30-এর ডিজাইন

নোকিয়া সেন্ট্রি ৫জি গত বছর এইচএমডি গ্লোবালের একটি রোডম্যাপে প্রথম উপস্থিত হয়েছিল, যা ইউটিউবে আপলোড করা কোম্পানির প্রেজেন্টেশনে ঘটনাক্রমে ফাঁস হয়। লিকটি সেসময় স্মার্টফোনটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছিল। আর এখন উইনফিউচার তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে, এই ফোনটি নোকিয়া এক্সআর৩০ নামে বাজারে আসবে। রাগড হ্যান্ডসেটটির ফাঁস হওয়া রেন্ডারগুলি দেখায় যে, এর রিয়ার শেলে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ রয়েছে। এতে “Zeiss” ব্র্যান্ডিংয়ের পরিবর্তে “XR” অক্ষরগুলি দৃশ্যমান৷ জার্মান ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা জেইসের সাথে নোকিয়ার পার্টনারশিপের অবসানের কারণে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

আবার, আসন্ন নোকিয়া এক্সআর৩০-এর সামনে বেশ পুরু বেজেল সহ পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা গেছে। ফোনটির সামগ্রিক ডিজাইন পূর্ববর্তী নোকিয়া মডেলগুলির মতোই। এছাড়া, ফোনের রাগড ফিচারগুলির মধ্যে থাকবে একটি টেকসই হাউজিং যা এটিকে শক এবং জল প্রতিরোধী করে তুলবে। যারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটান বা ভ্রমণ করেন তাদের জন্য একটি আদর্শ বিকল্প হয়ে উঠবে বলে আশা করা যায়।

Nokia XR30-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ফাঁস হওয়া রোডম্যাপ অনুসারে, Nokia XR30 5G ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ এবং ৩৩ ওয়াট চার্জিং সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এর রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে। আর সেলফির জন্য, এতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Nokia XR 30-এর দাম প্রায় ৪৯৯ ডলার (প্রায় ৪০,৭৫০ টাকা) হতে পারে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago