Categories: Mobiles

ভারতে স্মার্টফোনের বিক্রি বাড়াতে বড় ঘোষণা Nothing-এর, পাবেন 3,000 টাকা ডিসকাউন্ট

লন্ডন-ভিত্তিক টেক ব্র্যান্ড নাথিং গত জুলাই মাসে তাদের দ্বিতীয় স্মার্টফোন Nothing Phone 2 লঞ্চ করেছিল। তুলনামূলকভাবে নতুন ব্র্যান্ড হওয়া সত্ত্বেও, তাদের ডিভাইস, বিশেষত স্মার্টফোন অভিনব ডিজাইনের জন্য ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতেও নাথিংয়ের চাহিদা চোখে পড়ছে। এমতাবস্থায়, কোম্পানিটি দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স রিটেল চেইন ক্রোমা (Croma)-এর সাথে গাঁঁটছড়ার ঘোষণা করেছে। যার ফলে, Nothing Phone (1), Nothing Phone (2)-এর পাশাপাশি সিএমএফ (CMF)-এর অডিও ডিভাইস সহ নাথিং প্রোডাক্টগুলি সারা ভারত জুড়ে নির্বাচিত ক্রোমা প্রিমিয়াম স্টোরগুলিতে পাওয়া যাবে। সঙ্গে ডিসকাউন্টও মিলবে।

Nothing প্রোডাক্ট এবার থেকে পাওয়া যাবে Croma স্টোরেও

ক্রোমার সাথে নাথিংয়ের এই জুটির ফলে ব্র্যান্ডটির ডিভাইসগুলি অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যাপকভাবে উপলব্ধ হতে চলেছে। অফলাইনে উপস্থিতি প্রসারিত করার জন্য এটি কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জানিয়ে রাখি, গত জুলাই মাসে নাথিং সারাদেশে বিজয় সেলস (Vijay Sales) ইলেকট্রনিক্স রিটেইল স্টোর চেইনের সাথেও তাদের অংশীদারিত্বের সূচনা করেছিল। অনলাইনের ক্ষেত্রে, শুরু থেকেই ফ্লিপকার্ট (Flipkart) নাথিংয়ের একমাত্র পার্টনার।

নাথিং-এর জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট, মনু শর্মা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে, ভারত হল নাথিংয়ের জন্য একটি প্রধান বাজার, এবং এই উত্তেজনাপূর্ণ পার্টনারশিপ ক্রোমার অনেক ক্রেতাদের কাছে নাথিংয়ের আইকনিক ডিজাইন এবং প্রযুক্তিকে পৌঁছে দিতে পারবে৷ ক্রোমা এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় রিটেলারদের মধ্যে অন্যতম এবং এই কোলাবরেশন নাথিংয়ের পণ্যগুলি সম্পূর্ণ নতুন গ্রাহকদের কাছে অফার করার জন্য দুই সংস্থার সম্মিলিত প্রতিশ্রুতিকে প্রদর্শন করেন।

এছাড়া, চলতি মাসের শুরুতে বেঙ্গালুরুতে নাথিং তাদের প্রথম এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার খুলেছে। মনু শর্মা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান যে, কোম্পানি ২০২৪ সালের মধ্যে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে মোট ২০টি বিশেষ সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনা করছে৷ তিনি এর সাথেই যোগ করেছেন যে, সংস্থাটি ২০২৫ সালের মধ্যে এই সংখ্যাটিকে ৩৫-এ নিয়ে যেতে চায়।

Nothing Phone (2) Croma-এ ৩,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে

অফারের অংশ হিসাবে, Nothing Phone (2) ক্রোমা স্টোরে ৩,০০০ টাকা ছাড় পাবে। তবে, মনে রাখবেন যে অফারটি শুধুমাত্র আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য। জানিয়ে রাখি, ভারতে Nothing Phone (2)-এর বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ৪৪,৯৯৯ টাকা। তাই ৩,০০০ টাকা ছাড়ের পর এটি ক্রোমা স্টোর থেকে ৪১,৯৯৯ টাকায় কেনা যাবে৷ এছাড়াও, হ্যান্ডসেটটির ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প রয়েছে, যার দাম ৪৯,৯৯৯ টাকা, যেটি ছাড়ের পরে ৪৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর ৫৪,৯৯৯ টাকা মূল্যের ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ৩,০০০ টাকার ছাড়ের পরে ৫১,৯৯৯ টাকায় মিলবে। এই দুটি মডেলেই রয়েছে ১২ জিবি র‍্যাম।

নতুন সিদ্ধান্ত থেকে এটা স্পষ্ট যে, ভারতের স্মার্টফোন ব্যবসাকে নাথিং গুরুত্ব সহকারে দেখছে। তারা সম্প্রতি নাথিং কেয়ার ক্যাম্প (Nothing Care Camp) ক্যাম্পেইনের ঘোষণা করেছে, যার অধীনে কোম্পানিটি ভারতের ১৪টি শহরে সীমিত সময়ের জন্য তাদের প্রোডাক্টের ওপর বিশেষ ছাড়ের পাশাপাশি বিনামূল্যে পরিষেবা অফার করেছে। নাথিং কেয়ার সার্ভিস ক্যাম্পগুলি নাথিং সার্ভিস সেন্টারে মাসে দুবার করে (প্রতি দ্বিতীয় শনিবার এবং রবিবার) অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হল খুচরো যন্ত্রাংশের ওপর বিশেষ অফার এবং ডিসকাউন্ট প্রদান করা।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

9 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

53 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago