একাধিক সমস্যার সমাধান নিয়ে Nothing Phone (1) -এ এল নতুন আপডেট

Android 13 ভিত্তিক Nothing OS 1.5.3 আপডেট, গেম মোড এনাবল থাকাকালীন ম্যানুয়ালি গেম যুক্ত করার অনুমতি দেবে

গত ফেব্রুয়ারী মাসে কার্ল পেই পরিচালিত Nothing তাদের প্রথম স্মার্টফোন Nothing Phone (1) -এর জন্য আনুষ্ঠানিকভাবে Android 13 ভিত্তিক নিজস্ব কাস্টম স্কিন Nothing OS 1.5 রিলিজ করেছিল। এই আপডেটটি – পারফরম্যান্স, প্রাইভেসি এবং সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল। আর এক মাস অতিক্রম হতে না হতেই অর্থাৎ আজ সংস্থাটি আরেকটি নতুন সফ্টওয়্যার আপডেট রোলআউট করার ঘোষণা করলো, যা পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি বাগ সংক্রান্ত সমস্যা সমাধান করবে।

কার্যকারিতার কথা বললে, Android 13 ভিত্তিক Nothing OS 1.5.3 আপডেট, গেম মোড এনাবল থাকাকালীন ম্যানুয়ালি গেম যুক্ত করার অনুমতি দেবে। আপডেটটি পপ-আপ ভিউয়ের ক্ষেত্রে স্মুথ অ্যানিমেশন এবং লক স্ক্রিন থেকে অলওয়েজ-অন-ডিসপ্লে (AOD) -এর স্যুইচিংয়ের সময়ে উন্নত ফিঙ্গারপ্রিন্ট ট্রানজিশন প্রদান করবে। উপরন্তু, এই নতুন ওএস আপডেটটি ইনোভেটিভ মেমরি ম্যানেজমেন্ট অ্যালগরিদম সহ এসেছে, যা অ্যাপ রিস্টার্ট ডিউরেশন বা সময়কাল ৩৫% -এর থেকেও কমিয়ে দিতে সক্ষম এবং একই সাথে ভালো ব্যাটারি পারফরম্যান্সের জন্য সিপিইউ (CPU) ইউসেজ কমিয়ে দেবে।

চলুন Nothing OS 1.5.3 আপডেটের সমস্ত পরিবর্তন এবং বাগ সংশোধন তথ্য সহ চেঞ্জলগ দেখে নেওয়া যাক।

Nothing OS 1.5.3 আপডেটের সম্পূর্ণ চেঞ্জলগ –

নতুন বৈশিষ্ট্যসমূহ (New Feature) :

• গেম মোডে ম্যানুয়ালি গেম যুক্ত করার সুবিধা। এক্ষেত্রে, প্লে স্টোর থেকে ইনস্টল না করে কোনো গেমকে গেম ড্যাশবোর্ডের সাহায্যে ব্যবহার করা যাবে না।

• পপ-আপ ভিউ বৈশিষ্ট্যের জন্য আরো স্মুথ অ্যানিমেশন।

• লক স্ক্রিন এবং অলওয়েজ-অন-ডিসপ্লে (AOD) -এর মধ্যে উন্নত ফিঙ্গারপ্রিন্ট ট্রানজিশন।

• নতুন ওয়ালপেপার।

• Ear (2) অডিও ডিভাইসের জন্য সমর্থন প্রদান।

বাগ সংশোধন (Bug fixes) :

• বিশেষ পরিস্থিতিতে নাইট লাইট মোডের অস্বাভাবিক আবির্ভাব সংশোধন করবে।

• AOD ইন্টারফেসে ফ্ল্যাশিং চার্জিং প্রম্পট সংশোধন করবে।

• ইনকামিং হোয়াটসঅ্যাপ কলের জন্য গ্লিফ লাইট না জ্বলে ওঠার সমস্যা সমাধান করবে।

• ইউটিউব ভিডিও প্লেব্যাকের সময় স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়ার সমস্যার মীমাংসা করবে।

• কুইক লুক উইজেটে ওয়েদার ডেটা না দেখানোর সমস্যা সমাধান করবে।

• অন্যান্য সাধারণ বাগ সংক্রান্ত সমস্যা সংশোধন করবে।