Pakistani Meme: বন্ধুত্ব ভাঙার ভাইরাল ‘ব্রেকআপ’ মিম উঠল নিলামে, বিক্রি হল ৩৮ লক্ষ টাকায়

মুদাসির, রানা, সালমান নামগুলো শুনলেই অনেকের মুখে হাসি ফোটে। কারণ, একটি বহুল জনপ্রিয় মিম উপাদানের সঙ্গে নাম তিনটি জড়িয়ে রয়েছে। মিমের উৎস পাকিস্তান হলেও বিশ্বের বহু দেশের মানুষ এটি দেখে মজা উপভোগ করেছেন। কিন্তু ‘ফ্রেন্ডশিপ এন্ডেড উইথ মুদাসির’ (Friendship Ended With Mudasir) নামে অজস্রবার শেয়ার হওয়া এই মিম এতদিন আমাদের শুধুমাত্র হাসিয়েছে। এবার হাসানোর সাথে সাথে এটি আমাদের চমকে দিতে তৈরী।

আসলে অতি সম্প্রতি আলোচ্য মিম কনটেন্টটিকে নন-ফাঞ্জিবল টোকেন (Non-Fungible Token) হিসেবে নিলামে তোলা হয়। এরপর অবশ্য জনপ্রিয় মিমটিকে খুব বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি। অচিরেই প্রায় ৫১,৫৩০ মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,২৭,৩১৩ টাকা) বিনিময়ে মিমটির এনএফটি (NFT) স্বত্ব বিক্রি হয়ে যায়, যা কল্পনা করা আমাদের পক্ষে রীতিমতো কঠিন!

মিমের বিষয়ে মনোনিবেশের আগে নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি (NFT) সম্পর্কে কিছু কথা বলে নেওয়া আবশ্যক। ক্রিপ্টোকারেন্সির মতোই এনএফটি (NFT) উপাদানের একটা আলাদা মূল্য রয়েছে। এটি ব্যক্তিকে যে কোনো ডিজিটাল সম্পদের উপরে মালিকানা প্রদান করে যা বিনিময়যোগ্য নয়। তার মানে অবশ্য এই নয় যে অন্য কেউ সম্পদটিকে নকল করতে পারবেন না। বরং সেটা করতে হলে তাকে ক্রেতার অনুমতি নিতে হবে।

এবার নিঃসন্দেহে মিম-কন্টেন্টের ব্যাপারে আলোচনা শুরু করা যেতে পারে। ঘটনার সূত্রপাত সেই ২০১৫ সালে যখন পাকিস্তানের গুজরানওয়ালা নিবাসী যুবক আসিফ রাজা রানা প্রাণপ্রিয় বন্ধু মুদাসির ইসমাইল আহমদের সঙ্গে বন্ধুত্ববিচ্ছেদের কথা ঘোষণা করেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বারা তিনি দুনিয়াভর্তি মানুষকে জানিয়ে দেন যে অহংকার, ঔদ্ধত্য ও স্বার্থপরতার কারণে তিনি তার বন্ধু মুদাসিরের সাথে আর কোন সম্পর্ক রাখছেন না। উপরন্তু সামাজিক মাধ্যমে তিনি এ কথাও জানিয়ে রাখেন যে ইতিমধ্যেই তিনি নতুন ‘বেস্ট ফ্রেন্ড’ সালমানকে খুঁজে পেয়েছেন! সাথে তিনি একটি ছবিও পোস্ট করেন যেখানে রানা ও সালমান হাত ধরে দাঁড়িয়ে আছেন। সেই ছবির উপরে আবার ‘Now Salman is My Best Friend’ লেখা রয়েছে।

সামাজিক মাধ্যমে বন্ধুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের উদ্দেশ্যে পোস্টটি করা হলেও সাধারণ মানুষ ব্যাপারটিকে মজার ছলে গ্রহণ করেন। কিছুদিনের মধ্যেই এটি পাকিস্তানের সর্বাধিক শেয়ার হওয়া মিমের তালিকায় ঢুকে পড়ে, যাকে কেন্দ্র করে অন্যেরাও আলাদা আলাদা কনটেন্ট বানাতে থাকেন। ফলে অতি দ্রুত রানা, মুদাসির এবং সালমান তিনজনেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান। অবশেষে নন-ফাঞ্জিবল টোকেন (NFT) হিসেবে নিলামে তোলা হলে মিমটি ৫১,৫৩০ মার্কিন ডলারের মতো বিপুল দামে বিক্রি হলো। পাকিস্তানের মিমারদের জন্য এই নিলামের ফলাফল ‘ঐতিহাসিক’, কেননা এই প্রথম পাকিস্তানের কোনো মিম কন্টেন্ট এনএফটি (NFT) হিসেবে বিক্রির গৌরব অর্জন করলো।

বর্তমানে অবশ্য রানা-মুদাসির-সালমান ত্রয়ীর প্রত্যেকেই একে অন্যের ভালো বন্ধু। এ নিয়ে তাদের মধ্যে এখন আর কোন মন কষাকষি নেই!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন