Categories: Mobiles

পেছনে আলো জ্বলজ্বল করবে! 16000 টাকা পর্যন্ত ছাড়ে মিলছে Nothing Phone 2, ঝটপট অর্ডার দিন

আপনি কি এই হোলিতে একটি ভালো ফিচারওয়ালা স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? এদিকে আবার সেই ফোনের ডিজাইনও একটু অনন্য হলে ভালো হয়? তবে চোখ বুজে বেছে নিন Nothing Phone 2। আসলে এই ফোনটিতে বিশাল স্টোরেজ, শক্তিশালী Qualcomm Snapdragon প্রসেসর, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50MP ক্যামেরার মতো ফিচারের পাশাপাশি ট্রান্সপারেন্ট লুক এবং উজ্জ্বল LED লাইটের প্যানেল রয়েছে। আর এই ফেস্টিভ সিজনে Nothing Phone 2 মিলছে সবচেয়ে সস্তায়। আসলে আজ Flipkart Summer Festive Days সেলের শেষদিন, আর তাতেই এই ফোনটি ফ্ল্যাট ডিসকাউন্টে সর্বনিম্ন 35,999 টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে আছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও। এক্ষেত্রে যেহেতু আজ মধ্যরাতে Flipkart Sale-টি শেষ হচ্ছে, তাই আসুন ঝটপট Nothing Phone 2-তে উপলব্ধ অফার এবং এর মূল অফারগুলি এক নজরে দেখে নিই।

হাজার হাজার টাকা ছাড়ে মিলছে Nothing Phone 2, দেখুন দাম

নাথিং ফোন 2 স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে 50 হাজার টাকার আশেপাশে লঞ্চ হয়েছিল, কিন্তু ফ্লিপকার্ট সামার ডেজ সেলে এগুলি 10 হাজার টাকা বা তারও বেশি ছাড়ে মিলছে। যেমন এর 8 জিবি ও 128 জিবি বেস ভ্যারিয়েন্ট 44,999 টাকার বদলে 35,999 টাকায় কেনা যাবে। একইভাবে ফোনের 12 জিবি ও 256 জিবি সংস্করণের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা, কিন্তু এখন এটি 36,999 টাকায় মানে 13,000 টাকা কমে উপলব্ধ রয়েছে। আবার এর টপ মডেল অর্থাৎ 12 জিবি ও 512 জিবি ভ্যারিয়েন্টটি 16,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে 38,999 টাকায় পাওয়া যাচ্ছে, অথচ এটির আসল দাম 54,999 টাকা।

এদিকে ফ্লিপকার্ট মোটা টাকা ফ্ল্যাট ছাড়ের পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড দিয়ে কিনলে পাবেন 5% ক্যাশব্যাকও। আবার অর্ডারের সময় পুরোনো ফোন বদলে নিলে 36,700 টাকা পর্যন্ত (টপ মডেলের হিসেবে) এক্সচেঞ্জ বোনাস পাবেন (শর্তাবলি প্রযোজ্য)। যাইহোক মনে রাখবেন, এত সুবিধা পেতে হলে রাত 12টার আগে কেনাকাটা সেরে ফেলতে হবে!

Nothing Phone 2-এর স্পেসিফিকেশন

নাথিং ফোন 2-তে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বিশিষ্ট 4,700mAh ব্যাটারি রয়েছে – কোম্পানির মতে ফোনটি 55 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এছাড়া ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। বিশেষ বিষয় হল যে, এর গ্লিফ ইন্টারফেস এবং ব্যাক প্যানেলে এলইডি লাইট রয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে, নাথিং ফোন 2-এর ইউজাররা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার সেটআপ ইত্যাদিও ব্যবহার করতে পারবেন।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago