Nothing Phone 2 দেবে আগের তুলনায় দ্বিগুণ দ্রুত পারফরম্যান্স, ব্যবহার হচ্ছে 100 শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপাদান

Nothing Phone 2 এর লঞ্চের টাইমলাইন ইতিমধ্যেই সামনে এসেছে। নাথিং তাদের আসন্ন ফোনটি আগামী মাসে লঞ্চ করবে। যদিও এই মুহুর্তে লঞ্চের সঠিক তারিখ জানা যায়নি।…

Nothing Phone 2 এর লঞ্চের টাইমলাইন ইতিমধ্যেই সামনে এসেছে। নাথিং তাদের আসন্ন ফোনটি আগামী মাসে লঞ্চ করবে। যদিও এই মুহুর্তে লঞ্চের সঠিক তারিখ জানা যায়নি। তবে নাথিংয়ের সিইও এবং ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নিশ্চিত করেছেন রে, Nothing Phone 2 পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরের সাথে আসবে। পাশাপাশি আরও বেশকিছু তথ্য সামনে এসেছে।

কোম্পানির টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে, Nothing Phone 2 তার পূর্বসূরীর তুলনায় ০.১৫ ইঞ্চি বড় ডিসপ্লে সহ আসবে। উল্লেখ্য, Nothing Phone 1-এ ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে ছিল, যেখানে এর উত্তরসূরী ৬.৭ ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হবে।

এছাড়া আসন্ন নার্থিং ফোন ২ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, তারা আপকামিং ফোন থেকে ৫৩.৪৫ কেজি কার্বন নির্গমন হ্রাস করবে।

এদিকে দাবি করা হচ্ছে যে, নাথিং ফোন ২ আগের মডেলের চেয়ে দ্বিগুণ দ্রুত হবে। এছাড়া ফোনটি তিন বছর ধরে সফটওয়্যার আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

আর Nothing Phone 2 সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত প্যাকেজিংয়ের সাথে আসবে। এই ফোনে ১০০ শতাংশ রিসাইকেল (পুনর্ব্যবহার) যোগ্য উপাদান ব্যবহার করা হবে। মূল সার্কিটে ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য কপার ফয়েলও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ১০০ শতাংশ রিসাইকেল অ্যালুমিনিয়ামও ব্যবহার করা হবে।