iPhone এর এক্সক্লুসিভ ফিচার পাচ্ছে Nothing Phone 2, লঞ্চের আগেই বাজার গরম করা খবর

Nothing Phone 2 খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি নাথিং এর তরফে ফোনটি লঞ্চের টাইমলাইন এবং ডিজাইনের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাছি বেশ কিছু টিপস্টারও ইতিমধ্যেই…

Nothing Phone 2 খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি নাথিং এর তরফে ফোনটি লঞ্চের টাইমলাইন এবং ডিজাইনের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাছি বেশ কিছু টিপস্টারও ইতিমধ্যেই Phone 2 এরস্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। স্মার্টফোনটি আবার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা ইঙ্গিত করে যে এটি ভারতেও লঞ্চ হলে। নাথিংয়ের সিইও কার্ল পেই কোম্পানির আসন্ন স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করতে শুরু করেছেন। এর আগে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) সম্মেলনে নাথিং চিপসেট মেকার কোয়ালকম (Qualcomm)-এর সাথে তাদের দীর্ঘায়িত অংশীদারিত্বের বিষয়ে ঘোষণা করেছিল। আর এখন এক টিপস্টারের সৌজন্যে Nothing Phone 2-এর আরও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Nothing Phone 2-এর মূল স্পেসিফিকেশন ও আর্টিস্ট রেন্ডার

টিপস্টার সুনারি গৌরখেরে সম্প্রতি দুটি টুইট করেছেন, যার মধ্যে এক শিল্পীর তৈরি নাথিং ফোন ২-এর একটি রেন্ডার রয়েছে। যা বেন গেসকিনের কল্পনা। তিনি নাথিং এর লেটেস্ট টুইটের ওপর ভিত্তি করে ছবিটির একটি মক-আপ তৈরি করেছেন, যেখানে কোম্পানি আসন্ন ডিভাইসের একটি অংশ প্রকাশ করেছিল। এটি লক্ষণীয় যে, রেন্ডারটি নাথিং ফোন ২-কে দেখতে কেমন হবে, সে সম্পর্কে একটি অস্পষ্ট ধারণা দিয়েছে।

এর পাশাপাশি টিপস্টার দাবি করেছেন যে, নাথিং ফোন ২-এ থাকবে ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) প্যানেল এবং এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার অবস্থান করবে৷ ফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। আশা করা যায় এই ফোনের ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আরও দুটি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে।

Nothing Phone 2 এনএফসি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ৫জি-এর পাশপাশি স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করবে, যা iPhone 14 সিরিজে থাকা ইমার্জেন্সি এসওএস (Emergency SOS) ফিচারটির মতো কাজ করতে পারে৷ তবে এটি রেগুলার গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS)-ও হতে পারে, যা প্রতিটি স্মার্টফোনেই বর্তমান।

ডিজাইনের ক্ষেত্রে, Nothing Phone 2 তার পূর্বসূরি Phone 1-এর মতো নোটিফিকেশনের জন্য কোম্পানির সিগনেচার গ্লিফ (Glyph) ইন্টারফেস বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। রিয়ার এবং ফ্রন্ট প্যানেলগুলি কাচের তৈরি হবে, যার মাঝে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে। ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এই মুহুর্তে ওয়্যারলেস চার্জিং বা আইপি রেটিং সম্পর্কে কোনও ইঙ্গিত নেই, যা Nothing Phone 1-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। তবে, Phone 2-তে পূর্বসূরির মতোই স্টেরিও স্পিকার এবং দুটি মাইক থাকবে বলে আশা করা হচ্ছে।

টিপস্টার জানিয়েছেন যে, এটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। মধ্যম ভ্যারিয়েন্টটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে আসবে। আর টপ-এন্ড মডেলটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। এগুলি বর্তমানে Nothing Phone 1-এর জন্য উপলব্ধ ভ্যারিয়েন্টগুলির মতোই।

উল্লেখ্য, এই তথ্যগুলি Nothing Phone 2 সম্পর্কিত পূর্ববর্তী রিপোর্টের সাথে সঙ্গতিপূর্ণ। তবে, যেহেতু এই সমস্তই একটি অসমর্থিত সূত্র থেকে সামনে এসেছে, তাই এগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, নাথিংয়ের পরবর্তী ফোনটির লঞ্চ ইভেন্টটি যুক্তরাজ্যের গ্রীষ্মকালে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে, যার মানে এটি জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে, কিন্তু এর লঞ্চের তারিখ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।