Categories: Mobiles

আজ প্রথমবার কেনার সুযোগ Nothing Phone (2a), পাবেন 4000 টাকা পর্যন্ত ছাড়

গত ৬ই মার্চ ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করে বহুল প্রতীক্ষিত Nothing Phone (2a)। আজ অর্থাৎ ১২ই মার্চ এটি এদেশে ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। এর দাম শুরু হচ্ছে ২৩,৯৯৯ টাকা থেকে। তবে লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে ডিভাইসটি হাজারো টাকা সাশ্রয় করে কিনে নেওয়া সম্ভব। Nothing ব্র্যান্ডের এই নয়া হ্যান্ডসেট পূর্বসূরিদের মতোই গ্লাইফ (Glyph) ইন্টারফেস যুক্ত ট্রান্সপারেন্ট ডিজাইন সহ এসেছে। ফিচার হিসাবে এই 5G মডেলে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ফ্ল্যাট OLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মিডিয়াটেকের চিপসেট, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। চলুন এবার বিস্তারিতভাবে Nothing Phone (2a) স্মার্টফোনের দাম, সেল অফার এবং কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Nothing Phone (2a) -এর দাম এবং সেল অফার

এদেশের বাজারে নাথিং ফোন (২এ) মডেলটির দাম ২৩,৯৯৯ টাকা শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম থাকছে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা। আগ্রহী ক্রেতারা আজ এই মুহূর্ত থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, রিটেলার সংস্থা বিজয় সেলস, ক্রোমা সহ পার্টনার অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে হোয়াইট এবং ব্ল্যাক কালার বিকল্পের সাথে কিনতে পারবেন।

এবার আসা যাক সেল অফারের প্রসঙ্গে। নাথিং ঘোষণা করেছে যে, সেলের প্রথম দিন অর্থাৎ আজ তাদের এই নয়া স্মার্টফোনের সাথে মোট ৪,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। যার মধ্যে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ফ্লাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস হিসাবে ২,০০০ টাকার অতিরিক্ত ছাড় সামিল রয়েছে৷ জানিয়ে রাখি ২,০০০ টাকার HDFC ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট অফারের লাভ শুধুমাত্র আজ অর্থাৎ ১২ই মার্চ রাত ১১:৫৯টা পর্যন্ত তোলা যাবে।

নাথিং ফোন (২এ) -এর সাথে ক্রেতারা বান্ডিল হিসাবে CMF Buds অথবা CMF Power 65W GaN চার্জার কেনা সুযোগও পেয়ে যাবেন। তবে এর জন্য তাদের ১,৯৯৯ টাকায় (উভয় প্রোডাক্টের জন্যই) খরচ করতে হবে।

যেসকল ক্রেতারা ফ্লিপকার্টের মাধ্যমে ডিভাইসটি কিনবেন তারা ডিসকাউন্ট কুপনের সুবিধা পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ডিসকাউন্ট কুপনের অধীনে ফ্লাট ২,০০০ টাকার ছাড় দেওয়া হবে৷ নিচে কীভাবে ডিসকাউন্ট কুপনের লাভ ওঠানো যাবে তার পর্যায়ক্রমিক ধাপ দেওয়া হল –

১. প্রথমেই ফ্লিপকার্ট অ্যাপ খুলুন। এবার ফুটার মেনু থেকে ‘মাই অ্যাকাউন্ট’ বিকল্পটি খুঁজে তাতে ট্যাপ করুন।
২. এবার ‘কুপন’ মেনুতে যান। ফোনে আসা ৮-সংখ্যার ইউনিক কোড এন্টার করুন।
৩. পরবর্তীতে নাথিং ফোন (২এ) -এর প্রোডাক্ট পেজে ফিরে আসুন। দেখবেন ডিসকাউন্ট কোড স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। যার ভিত্তিতে ফোনটির ধার্য বিক্রয় মূল্য থেকে ২,০০০ টাকা বিয়োগ হয়ে যাবে।

জানিয়ে রাখি, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক কার্ড অফারের সাথে একত্রে ডিসকাউন্ট কুপন ব্যবহার করা সম্ভব। তবে এই কুপন অফারটি আজ থেকে শুরু করে আগামী ২০ই মার্চ পর্যন্তই বৈধ থাকবে।

Nothing Phone (2a) এর স্পেসিফিকেশন

বক্সি ফর্ম ফ্যাক্টর ও কমপ্যাক্ট ডিজাইনের সাথে এসেছে নাথিং ফোন (২এ)। পূর্বসূরীর মতো এতেও ব্র্যান্ডের ‘সিগনেচার’ গ্লাইফ ইন্টারফেস যুক্ত ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা যাবে, যার মধ্যে দিয়ে স্ক্রু এবং রাবারের ওয়্যারের মতো অভ্যন্তরীণ উপাদানগুলি স্পষ্টত লক্ষ্যণীয়। ডিভাইসটির রিয়ার প্যানেলে বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড আছে, যার মধ্যে অনুভূমিকভাবে দুটি সেন্সর বিদ্যমান। এটি তিনটি গ্লাইফ এলইডি স্ট্রিপ দ্বারা বেষ্টিত। এই ফোন IP54 প্রত্যয়িত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী।

Nothing Phone (2a) স্মার্টফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের (কেন্দ্রীভূত), যার কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার পেছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল।ডিভাইসটি আলট্রা-এক্সডিআর, মোশন ক্যাপচার, নাইট মোড, অ্যাকশন মোড এবং পোর্ট্রেট অপ্টিমাইজারের মতো একাধিক ক্যামেরা মোড সহ এসেছে, যা ফটোগ্রাফির মান আরও উন্নত করতে সাহায্য করে।

ভালো পারফরম্যান্সের জন্য নয়া Nothing Phone (2a) মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম মিলবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৫ (Nothing OS 2.5) কাস্টম স্কিনে রান করে। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে, তাদের এই লেটেস্ট ফোনের সাথে তিন বছরের সফ্টওয়্যার আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে নাথিং ব্র্যান্ডের এই নয়া স্মার্টফোনে কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল ৫জি সিম স্লট এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) বিকল্প সামিল রয়েছে। আবার নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Nothing Phone (2a) মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago