Nothing-এর সবচেয়ে সস্তা ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই, জানিয়ে দিল কোম্পানি

নাথিং একটি নতুন হ্যান্ডসেটের সাথে মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রবেশ করার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, নয়া ফোনটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে Nothing Phone (2a) নামে গ্লোবাল…

নাথিং একটি নতুন হ্যান্ডসেটের সাথে মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রবেশ করার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, নয়া ফোনটি এই বছরের প্রথম ত্রৈমাসিকে Nothing Phone (2a) নামে গ্লোবাল মার্কেটে আসবে। ব্র্যান্ডটি এবার আনুষ্ঠানিকভাবে আগমন সম্পর্কে টিজার প্রকাশ করতে শুরু করেছে বলে মনে হচ্ছে, কারণ নাথিংয়ের সিইও (CEO) কার্ল পেই স্বয়ং একটি নতুন স্মার্টফোনের আগমনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন। এটি নির্দেশ করে যে Nothing Phone (2a)-এর বাজারে আসতে আর খুব বেশি দিন বাকি নেই। ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Nothing Phone (2a)-এর অস্তিত্ব নিশ্চিত করলেন স্বয়ং কোম্পানির সিইও

আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) প্রযুক্তি প্রদর্শনীতে নাথিং ফোন (২এ) ফোনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। এই প্রযুক্তি সম্মেলনটি ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে। এখন যেহেতু কার্ল পেই প্রথম টিজারটি প্রকাশ করেছেন, তাই আশা করা যায় নাথিং ফেব্রুয়ারি মাসে লঞ্চের আগে ফোনটির বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।

জানিয়ে রাখি, একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে, নাথিং ফোন (২এ) দুটি কনফিগারেশনে অফার করা হবে – একটিতে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এবং অন্যটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে৷ প্রারম্ভিক মূল্য প্রায় ৪০০ ডলার (আনুমানিক ৩৩,৩২৫ টাকা) হবে বলে আশা করা হচ্ছে এবং ফোনটি সাদা ও কালো রঙের বিকল্পে পাওয়া যেতে পারে। এগুলি ছাড়াও বিভিন্ন সূত্র মারফৎ নাথিং ফোন (২এ)-এর স্পেসিফিকেশন সম্পর্কেও একাধিক তথ্য ফাঁস হয়েছে।

Nothing Phone (2a)-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Nothing Phone (2a)-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ফোনটি MediaTek Dimensity 7200 চিপসেট দ্বারা চালিত হবে এবং সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। Phone (2a) অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিংওএস ২.৫ (Nothing OS 2.5) সফ্টওয়্যার ভার্সনে চলবে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone (2a)-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেলের Samsung S5KGN9 প্রাইমারি ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের Samsung S5KJN1 আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। আর ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone (2a) শক্তিশালী ৪,৯২০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা সম্ভবত ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার সেটআপ অফার করবে। আর ফোনটির পিছনে নতুন তিন-অংশের গ্লাইফ (Glyph) ইন্টারফেস থাকতে পারে। গ্লাইফ ইন্টারফেস হল নাথিংয়ের সিগনেচার এলইডি লাইট স্ট্রিপ সমন্বিত লেআউট, যা Nothing Phone (1) এবং Nothing Phone (2)-এর ব্যাক প্যানেলে দেখা যায়।