Categories: Mobiles

Nothing Phone (3)-র লঞ্চ পিছিয়ে গেল, কারণ জানলে অবশ্য আনন্দে নাচবেন!

গত বছর জুলাই মাসে Nothing Phone (2) স্মার্টফোনটি বাজারে এসেছিল। আর চলতি বছরের একই সময় নাগাদ এর উত্তরসূরি হিসেবে Nothing Phone (3) হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এখন একটি ভিডিও বার্তায়, নাথিংয়ের প্রতিষ্ঠাতা এবং সিইও (CEO) কার্ল পেই তাদের আসন্ন ডিভাইসগুলিতে আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স (AI) নির্ভর ফিচারগুলি চালু করার ক্ষেত্রে কোম্পানির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং তার পাশাপাশি Nothing Phone (3) মডেলের আগমনেরও ইঙ্গিত দিয়েছেন।

Nothing Phone (3) ফোনে মিলবে অত্যাধুনিক AI ফিচার

যুক্তরাজ্য ভিত্তিক ব্র্যান্ড, নাথিংয়ের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল পেই কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অবস্থা এবং কনজিউমার টেকনোলজির সাথে এর একত্রীকরণ সম্পর্কে তার চিন্তাভাবনা শেয়ার করেছেন। তিনি স্বীকার করেছেন যে এআই গ্রাহকদের থেকে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি তিনি এও উল্লেখ করেন যে কিছু ডেভেলপমেন্ট আকর্ষণীয় হলেও, কয়েকটি বিভ্রান্তিরও সৃষ্টি করেছে।

কার্ল পেই জোর দিয়ে বলেন যে, স্মার্টফোনগুলিই হবে কনজিউমার এআই-এর জন্য প্রাথমিক প্ল্যাটফর্ম। ৪০০ কোটিরও বেশি ইউজারের বিশাল বেস এবং ১০০ কোটিরও বেশি স্মার্টফোনের বার্ষিক শিপমেন্ট এর স্থায়ী প্রাসঙ্গিকতার প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি। তার মতে, সাধারণ ইউজার যেভাবে স্মার্টফোন ব্যবহার করেন, তার একটি বড় সংশোধন প্রয়োজন। কারণ বর্তমান ইউজার এক্সপেরিয়েন্স এক দশকেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে।

তিনি এমন একটি ভবিষ্যৎ কল্পনা করেন যেখানে স্মার্টফোনগুলি একটি অত্যন্ত পার্সোনাললাইজড, ডায়নামিক এবং ক্রস-ডিভাইস ইন্টারফেস প্রদান করে, যা প্রযুক্তির সাথে আরও লৌকিক সংযোগ বৃদ্ধি করে, ইন্টারেকশনগুলিকে আরও স্বাভাবিক এবং স্বজ্ঞাত মনে হয়।

কার্ল পেই বলেছেন যে গত দুই মাস ধরে, নাথিং টিম এআই ইন্টারঅ্যাকশন ডিজাইন এবং প্রোটোটাইপ করার জন্য কাজ করছে। তিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য কিছু প্রাথমিক ধারণা শেয়ার করেছেন, আগামী বছর Nothing Phone (3) দিয়ে শুরু করে ধীরে ধীরে এই উদ্ভাবনগুলি প্রত্যাবর্তন করার পরিকল্পনার সাথে। সুতরাং, তার এই বক্তব্য ইঙ্গিত করছে যে, Nothing Phone (3) এবছর লঞ্চ হবে না।

উল্লেখ্য, লঞ্চ হওয়ার পর থেকে নাথিং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষমতা অর্জনে মনোযোগ দিয়েছে এবং সফলভাবে নিজেকে একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত এক দশকে নাথিংই একমাত্র কোম্পানি, যারা সাফল্যের সাথে এটি করতে পেরেছে। কার্ল পেই একটি সৃজনশীল সংস্কৃতির প্রতি কোম্পানির প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন, যা ব্যতিক্রমী ইউজার এক্সপেরিয়েন্স এবং সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের চিন্তাশীল একত্রীকরণকে অগ্রাধিকার দেয়। স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির পরিকল্পনার সাথে, কনজিউমার এআই ল্যান্ডস্কেপে আরও অগ্রসর হতে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নাথিং প্রস্তুত বলেই জানিয়েছেন সিইও।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago