Nubia N5: সবার হাতে থাকবে 5G স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে সাশ্রয়ী মূল্যের ডিভাইস বাজারে এল

Nubia N5 নামের একটি নতুন তথা সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনকে আজ লঞ্চ হল। এটি স্টাইলিশ ডিজাইনের সাথে এসেছে। আর ফিচার...
SUPARNA 30 May 2023 4:07 PM IST

Nubia N5 নামের একটি নতুন তথা সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনকে আজ লঞ্চ হল। এটি স্টাইলিশ ডিজাইনের সাথে এসেছে। আর ফিচার হিসাবে এতে - HD+ ডিসপ্লে প্যানেল, Unisoc T700-সিরিজ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা, ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ফেস আনলক প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, সকল শ্রেণীর ক্রেতারা ডিভাইসটি কিনতে সমর্থ হবেন। চলুন নয়া Nubia N5 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Nubia N5 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া এন৫ স্মার্টফোনে রয়েছে ৬.৫১৭-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন টিয়ারড্রপ নচ স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। আবার ডিসপ্লের উপরিভাগে থাকা কাটআউটের মধ্যে ১৩-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। আর ডিভাইসের পিছনে LED ফ্ল্যাশ সহ ৫০-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অবস্থান করছে। নিরাপত্তার জন্য এই ফোনে ফেস আনলক ফিচার উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য Nubia N5 স্মার্টফোনে ইউনিসক টি৭৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইওএস ১৩ (MyOS 13) কাস্টম স্কিন প্রি-ইন্সটল থাকছে। আর কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে - ডুয়াল সিম, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Nubia N5 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে। পরিশেষে, এর পরিমাপ ১৬৩.৫৮x৭৫.২২x৮.৫ মিমি এবং ওজন ১৯৬.৫ গ্রাম।

Nubia N5 স্মার্টফোনের দাম ও লভ্যতা

চীনে Nubia N5 স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৫০০ টাকা)। আর উচ্চতর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ধার্য করা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৮০০ টাকা)। ডিভাইসটি ক্রিস্টাল ব্ল্যাক কালারে এসেছে। গ্লোবাল মার্কেটে Nubia N5 কবে লঞ্চ হবে তা এখনও জানানো হয়নি।

Show Full Article
Next Story