Realme P1 ও P1 Pro ভারতে আসছে 15 এপ্রিল, ডিজাইন-ফিচার্স মুগ্ধ করবে, দামও সাধ্যের মধ্যে

রিয়েলমি গতকাল (8 এপ্রিল) ঘোষণা করেছে যে, তারা শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লাইনআপ লঞ্চ করবে, যার নাম Realme P-সিরিজ। এটি এক্সক্লুসিভলি ভারতীয় ক্রেতাদের জন্য ডিজাইন করা হয়েছে এবং কোম্পানি জানিয়েছে যে, এই সিরিজটি মিড-রেঞ্জ সেগমেন্টকে নতুন ভাবে সংজ্ঞায়িত করবে। রিয়েলমি ঘোষণা করেছে যে, তাদের P-সিরিজের অধীনে প্রথম মডেল হিসেবে আসবে Realme P1 এবং Realme P1 Pro। একইসাথে সিরিজের লঞ্চের তারিখ, ডিজাইন, স্পেসিফিকেশ, ও দামও প্রকাশ করেছে সংস্থা।

ভারতে Realme P1 সিরিজের লঞ্চের তারিখ

রিয়েলমি ঘোষণা করেছে যে, আগামী 15 এপ্রিল রিয়েলমি পি1 এবং রিয়েলমি পি1 প্রো ভারতে লঞ্চ হবে। পাশাপাশি, ফোন দুটির মাইক্রো-সাইটগুলি ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমির ওয়েবসাইটে লাইভ হয়ে কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে৷ রিয়েলমি পি1 মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরে চলবে৷ অন্যদিকে রিয়েলমি পি1 প্রো-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট থাকবে।

Realme P1 Pro: স্পেসিফিকেশন, দাম ও ফিচার্স

রিয়েলমি পি1 প্রো-তে 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং, টিইউভি (TUV) সার্টিফিকেশন এবং পাঞ্চ হোল নচ সহ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। রিয়েলমি দাবি করেছে যে, এটি 20,000 টাকার সেগমেন্টে এই সমস্ত ফিচার্স সহ একমাত্র কার্ভড ডিসপ্লের ফোন হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, Realme P1 Pro-তে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহৃত হবে। হ্যান্ডসেটটি 45 ওয়াট সুপারভুক (SuperVOOC) চার্জিং এবং রেইন ওয়াটার টাচ ডিসপ্লে সাপোর্ট করবে।

এছাড়াও জানা গেছে যে, Realme P1 Pro কপার কালারে আসবে এবং পিছনে একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউলের ভিতরে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ডিজাইন এবং স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে, হ্যান্ডসেটটি Realme 12 Pro-এর ডাউনগ্রেড ভার্সন হবে।

Realme P1: দাম, স্পেসিফিকেশন এবং ফিচার্স

রিয়েলমি দাবি করেছে যে, স্ট্যান্ডার্ড Realme P1 হল 15,000 টাকার সেগমেন্টের প্রথম হ্যান্ডসেট, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে অফার করবে। এর ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। হ্যান্ডসেটটি 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর আই-প্রোটেকশন সার্টিফিকেশনও পেয়েছে। ব্র্যান্ড নিশ্চিত করেছে যে, Realme P1 MediaTek Dimensity 7050 প্রসেসর, 4,356 বর্গ মিলিমিটারের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে যুক্ত হবে। এতে 3.5 মিমি অডিও জ্যাক সহ ফ্ল্যাট এজ ডিজাইন দেখা যাবে।