নতুন বছরে নবরুপে হাজির Nubia Z60 Ultra Year of the Dragon Limited Edition, দাম কত জেনে নিন

গত ১৯শে ডিসেম্বরে Nubia তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nubia Z60 Ultra -এর ঘোষণা করেছিল। আর আজ অর্থাৎ প্রায় এক মাসের ব্যবধানে ব্র্যান্ডটি এই একই মডেলের…

গত ১৯শে ডিসেম্বরে Nubia তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nubia Z60 Ultra -এর ঘোষণা করেছিল। আর আজ অর্থাৎ প্রায় এক মাসের ব্যবধানে ব্র্যান্ডটি এই একই মডেলের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করল। জানা গেছে, চীনা নববর্ষ উদযাপন করতেই Nubia Z60 Ultra Year of the Dragon Limited Edition নামের মডেলটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ড্রাগন থিম যুক্ত ডিজাইনের সাথে আসা নয়া Nubia Z60 Ultra Year of the Dragon Limited Edition -এর রিটেল বক্সে একাধিক উল্লেখযোগ্য অ্যাক্সেসরিজ অন্তর্ভুক্ত করা হয়েছে। আইটেমগুলির তালিকা নিচে দেওয়া হল –

  • নুবিয়া জেড৬০ আল্ট্রা ২৪ জিবি + ১ টিবি,
  • ম্যাগনেটিক কেস,
  • চার্জিং কেবল,
  • পাওয়ার অ্যাডাপ্টার,
  • সিম ইজেক্টর পিন,
  • ম্যাগনেটিক স্ট্যান্ড।

Nubia Z60 Ultra Year of the Dragon Limited Edition সোনালী এবং কালো রঙের সংমিশ্রনের সাথে আত্মপ্রকাশ করেছে। যদিও রিটেল বক্সে অন্তর্ভুক্ত ইউএসবি চার্জিং কেবল এবং ব্যাক প্যানেল কেসটি লাল রঙের। আবার ম্যাগনেটিক স্ট্যান্ড, সিম ইজেক্টর পিন এবং পাওয়ার অ্যাডাপ্টার কালো রঙ সহ মিলবে।

নুবিয়া তাদের এই বিশেষ সংস্করণের দাম এখনো প্রকাশ্যে আনেনি। তবে নিশ্চিত করা হয়েছে যে, এর সেল আগামী ২৪শে জানুয়ারী থেকে চীনে শুরু হবে।

জানিয়ে রাখি, মূল নুবিয়া জেড৬০ আল্ট্রা ফোনের ২৪ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৫০০ টাকা) রাখা হয়েছিল। ফলে আমাদের অনুমান, ‘ইয়ার অফ ড্রাগন লিমিটেড এডিশন’ এর দাম সম্ভবত অনুরূপ বা সামান্য বেশি ধার্য করা হতে পারে।

Nubia Z60 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন

Nubia Z60 Ultra স্মার্টফোনে ৬.৮-ইঞ্চির ১.৫কে (২৪৮০x১১১৬ পিক্সেল) BOE Q9+ OLED ডিসপ্লে প্যানেল আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৫০০ নিট পিক ব্রাইটনেস, ২১৬০ হার্টজ PWM হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং, ১০ বিট কালার ডেপ্থ, এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ওএস ১৪ (My OS 14) কাস্টম স্কিনে রান করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX800 প্রাইমারি সেন্সর (ফোকাল লেন্থ : ১৮ মিমি), ৫০ মেগাপিক্সেল OmniVision OV50E আল্ট্রা-ওয়াইড লেন্স (ফোকাল লেন্থ : ৩৫ মিমি), এবং ৩এক্স জুম সহ ৬৪ মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স (ফোকাল লেন্থ : ৮৫ মিমি)। এই তিনটি রিয়ার ক্যামেরাই ‘অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS) প্রযুক্তি এবং ১২০ ফ্রেম-পার-সেকেন্ড রেটে ৪কে ভিডিও রেকর্ডিং করতে সমর্থ। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটি সংস্থার নিজস্ব ডিসপ্লে চিপ এবং এআই ডিপ-সেন্সিং ইঞ্জিন যুক্ত ১২ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরার সাথে এসেছে। তদুপরি Nubia Z60 Ultra স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির সিলিকন কার্বন অ্যানোড ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে।