Samsung ফোন কেনার আগে সাবধান, কিছু বছর ব্যবহারের পর ব্যাটারি ফুলে যাওয়ার অভিযোগ

দীর্ঘদিন ব্যবহারের পর মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাটি বেশ পুরনো। কমবেশি বহু গ্রাহককেই অতীতে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে এখন এক জনপ্রিয় ইউটিউবার একটি উদ্বেগজনক ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখিয়েছে যে পুরানো স্যামসাং (Samsung) ফোনগুলি অত্যধিক পরিমাণে ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছে। ইউটিউবার বেশ কয়েকটি পুরানো Samsung Galaxy স্মার্টফোন আবিষ্কার করেছেন, যেগুলি সে বছরের পর বছর ধরে একটি সঠিক রুম টেম্পারেচার এবং অবস্থানে সংরক্ষণ করেছেন। উদ্বেগের বিষয়টি হল ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাটি শুধুমাত্র স্যামসাং ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ এবং অন্য কোনও ফোন ব্র্যান্ডের ক্ষেত্রে এটি দেখা যায়নি।

পুরানো Samsung Galaxy ফোনগুলি ব্যাটারি সমস্যার মুখোমুখি

ইউটিউবার মিস্টারহুসদ্যবস (Mrwhosetheboss) ওরফে অরুণ মাইনি সম্প্রতি তার চ্যানেলে একটি অনুসন্ধানমূলক ভিডিও পোস্ট করেছেন, যা স্যামসাং স্মার্টফোনগুলির ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাটিকে তুলে ধরেছে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি অতীতেও ব্যাটারি সমস্যার মুখোমুখি হয়েছে, যা তাদের গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেটের ইউনিটগুলিকে বৃহৎ আকারে প্রত্যাহার করতে বাধ্য করেছিল। তবে, স্যামসাংয়ের ব্যাটারির সমস্যা অতীতের বিষয় নয়। ব্যাটারি ফুলে যাওয়া সমস্যা দ্বারা প্রভাবিত ফোনগুলির তালিকার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮, গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি এস৮, এস১০ই, এবং এস১০৫জি। তবে সবথেকে খারাপ বিষয় হল, মাত্র দুই বছরের পুরনো গ্যালাক্সি জেড ফোল্ড২-ও এই তালিকার অংশ। গ্যালাক্সি এস২০ এফই-ও সামান্য হলেও একই পরিণতি ভোগ করেছে। ফুলে যাওয়া ব্যাটারিগুলি কিছু স্মার্টফোনের পিছনের প্যানেলটিকে ঠেলে ফোনের বডি থেকে আলাদা করে দিচ্ছে।

যদিও অরুণ মাইনি উল্লেখ করেছেন যে, যুক্তরাজ্যের (UK) সাম্প্রতিক তাপপ্রবাহ পরিস্থিতি, তার স্টোরেজ রুমের বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে যা লিথিয়াম ব্যাটারিগুলির ফুলে যাওয়ার কারণ হতে পারে। কিন্তু এক্ষেত্রে সমস্যাটি শুধুমাত্র স্যামসাংয়ের ডিভাইসগুলিতে ধরা পড়েছে। অ্যাপল (Apple), গুগল (Google) এবং আসুস (ASUS)-এর মতো অন্যান্য ব্র্যান্ডের যেসমস্ত পুরানো ফোনগুলি ইউটিউবার পরীক্ষা করেছেন, সেগুলি প্রভাবিত হয়নি এবং কোনও সমস্যা ছাড়াই কাজ করেছিল৷

প্রসঙ্গত, সমস্যাটি আরও বড় হয়ে ওঠে যখন মাইনি বেশ কিছু স্যামসাং ফোন ব্যবহারকারীদের একই ব্যাটারি ফোলা সমস্যা রিপোর্ট করতে দেখেন। ইউটিউবার ম্যাট আনসিনি-ও জানিয়েছেন যে, তার স্টোরেজে থাকা প্রতিটি গ্যালাক্সি ফোনের ব্যাটারি এভাবেই প্রসারিত হয়েছে। আরেক বিশিষ্ট ইউটিউবার এমকেবিএইচডি (MKBHD) ওরফে মার্কেস ব্রাউনলি দাবি করেছেন যে, স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাগুলি তিনি শুধুমাত্র স্যামসাং ফোনেই দেখেছেন, অন্য কোনও ব্র্যান্ডের হ্যান্ডসেটে নয়। ডিভাইস টিয়ারডাউনের জন্য পরিচিত জেরিরিগএভরিথিং (JerryRigEverthing)-ও এই সকল রিপোর্টগুলিকে সমর্থন করেছেন।

উল্লেখ্য, তালিকাটি দেখে মনে হচ্ছে Galaxy S20 সিরিজের আগের গ্যালাক্সি ফোনগুলিই ব্যাটারি সমস্যার সম্মুখীন হচ্ছে। উপরন্তু, বর্তমানে এটি এমন ব্যবহারকারীদের দ্বারা রিপোর্ট করা হয়েছে যারা দীর্ঘদিন ধরে ডিভাইসটি সংরক্ষণ করছেন এবং এটি নিয়মিত ব্যবহার করেননি। আপনি যদি এই Samsung Galaxy ফোনগুলির কোনোটির মালিক হন, তবে এগুলির ব্যাটারি ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখে নেওয়াই শ্রেয় হবে। আর যদি এমন না ঘটে, ডিভাইসটির ওয়ারেন্টি না থাকলেও ব্যবহারকারীদের স্যামসাংয়ের সাথে যোগাযোগ রাখা উচিত।