রকেট স্পিডের Jio 5G ব্যবহার করা যাবে OnePlus -এর এই তিন ফোনে

Jio সিম এবং OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর! আসলে, OnePlus এর বেশ কয়েকটি স্মার্টফোনে ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থার 5G নেটওয়ার্ক সমর্থন করবে বলে জানা গেছে। আজ্ঞে হ্যাঁ! OnePlus 10 Pro, OnePlus 10T এবং OnePlus 10R – এই তিনটি হ্যান্ডসেটের জন্য হালফিলে একটি সফ্টওয়্যার আপডেট রিলিজ করা হয়েছে, যা ইনস্টল করলে ফোনগুলিতে Jio-র 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। অতএব, আপনিও যদি আলোচ্য ফোন-ত্রয়ীর মধ্যে যেকোনো একটির মালিক হয়ে থাকেন, তাহলে দেখে নিন নতুন আপডেট কীভাবে ডাউনলোড করবেন।

OnePlus 10 সিরিজের তিনটি স্মার্টফোনে পাওয়া যাবে Jio True 5G কানেক্টিভিটি

আমরা ইতিমধ্যেই জানিয়ে ছিলাম যে, জিও ট্রু ৫জি পরিষেবার বিটা টেস্টিংয়ে – দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই এবং বারাণসী এই পাঁচটি শহরের নিবাসীরাই শুধুমাত্র অংশ নিতে পারবেন। যদিও চলতি বছরের শেষার্ধ নাগাদ আরো বেশ কয়েকটি শহরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে দাবি করেছে জিও। এমন পরিস্থিতিতে, আপনি যদি উল্লেখিত ৫টি শহরের যেকোনো একটির বাসিন্দা হন এবং ওয়ানপ্লাস ১০ প্রো, ওয়ানপ্লাস ১০টি ও ওয়ানপ্লাস ১০আর ফোনের মধ্যে একটি ব্যবহার করে থাকেন, তবে পরিষেবা পাবেন কিনা জানতে ডিভাইসে থাকা মাইজিও (MyJio) অ্যাপটি চেক করুন।

যাইহোক, ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে জানানো হয়েছে – ওয়ানপ্লাস ১০ প্রো এবং ওয়ানপ্লাস ১০টি হ্যান্ডসেটের জন্য আসা নতুন আপডেটে অক্টোবর ২০২২ -এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১০আর ফোনে এসেছে সেপ্টেম্বর ২০২২ -এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ। এক্ষেত্রে, ওয়ানপ্লাস ১০ সিরিজের ‘প্রো’ মডেলের জন্য আসা আপডেটের ফার্মওয়্যার ভার্সন, NE2211 11.A.18, যার অধীনে জিও ৫জি সংযোগ এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। আবার, ওয়ানপ্লাস ১০টি ফোনের জন্য রিলিজ করা CPH2413 11.A.10 আপডেট কিছু ক্র্যাশ সমস্যার সমাধান করবে। পাশাপাশি, এটি নেক্সট-জেনারেশন মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই অভিজ্ঞতা, কানেকশন রিলায়াবিলিটি এবং স্ক্রিন ডিসপ্লেও উন্নত করবে।

OnePlus স্মার্টফোনে কিভাবে লেটেস্ট ফার্মওয়্যার আপডেট ইনস্টল করবেন?

লেটেস্ট ফার্মওয়্যার আপডেট ইনস্টল করার জন্য, আপনাকে প্রথমেই নিজেদের ওয়ানপ্লাস ডিভাইসের সেটিংস অপশনে চলে যেতে হবে। তারপর, সফ্টওয়্যার আপডেট সেকশনে গিয়ে কোনো নতুন আপডেট এসেছে কিনা তা চেক করুন। যদি আপডেট আসে, তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করুন। পরিশেষে আপনার ফোনে সফ্টওয়্যার আপডেট ইনস্টল করে ফেলার পর, জিও ৫জি পরিষেবার উপলব্ধতা চেক করে নিন।