লোভনীয় অফার, 4G ফোনের বদলে নিয়ে যান OnePlus 10R 5G, রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট

ওয়ানপ্লাস ১০আর ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৮,৯৯৯ টাকা। তবে ১৮ শতাংশ ছাড়ের পর অ্যামাজনে এটি কেনা যাবে ৩১,৯৯৯ টাকায়

OnePlus একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে, যেখানে নতুন 5G স্মার্টফোন OnePlus 10 5G এক্সচেঞ্জ অফারে একটি 4G ফোনের দামে কেনা যাবে। পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক অফার। তাই আপনি যদি 4G স্মার্টফোন থেকে 5G তে আপগ্রেড করতে চান, তবে এটাই ভালো সময় বলা চলে। আসুন OnePlus 10 5G এর দাম ও এর সাথে পাওয়া অফারগুলি দেখে নেওয়া যাক।

OnePlus 10R 5G এর দাম ও ডিসকাউন্ট

ওয়ানপ্লাস ১০আর ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৮,৯৯৯ টাকা। তবে ১৮ শতাংশ ছাড়ের পর অ্যামাজনে এটি কেনা যাবে ৩১,৯৯৯ টাকায়। এর সাথে ১৬,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে ওয়ানপ্লাসের ডিভাইসটির দাম দাঁড়াবে ১৫,৬৯৯ টাকা। এছাড়াও নির্বাচিত কিছু 4G ফোনে অতিরিক্ত ৩,০০০ টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

এছাড়া ১,৪৪১ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট মিলবে। পাশাপাশি ফোনটি কিনলে ১ বছরের ওয়ারেন্টি এবং ৭ দিনের রিপ্লেসমেন্ট পলিসি দেওয়া হচ্ছে। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফরেস্ট গ্রিন এবং সিয়েরা ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

OnePlus 10R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে আছে হাইপার টাচ মোড, রিডিং মোড, নাইট মোড, অটো ব্রাইটনেস। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে রান করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর চার্জিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৮০ ওয়াট সুপারভোক সাপোর্ট। সিকিউরিটির জন্য আবার এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।