সেল শুরু, কয়েকজন ভাগ্যবান কিনতে পারবেন মার্বেল ফিনিশযুক্ত OnePlus 11 5G ফোন

আজ দুপুর ১২টা থেকে শপিং প্লাটফর্ম অ্যামাজন ও কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে OnePlus 11 5G Marble Odyssey Edition কেনা যাবে

OnePlus গত সপ্তাহে ভারতে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস OnePlus 11 এর বিশেষ সংস্করণ হিসেবে OnePlus 11 5G Marble Odyssey Edition লঞ্চ করে। মার্বেলের মতো ফিনিশযুক্ত ফোনটির ব্যাক প্যানেল থ্রিডি মাইক্রোক্রিস্টালাইন রক দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি একটি এক্সক্লুসিভ স্পেশাল এডিশন। অর্থাৎ এই ডিভাইসটি সীমিত সংখ্যায় পাওয়া যাবে।

ওয়ানপ্লাসের এই প্রিমিয়াম ডিভাইসটি Jupiter Rock Edition নামে চীনে লঞ্চ করা হয়েছিল। তবে বিশেষ প্যাকেজিং ও ডিজাইনের সাথে আসা ডিভাইসটি স্পেসিফিকেশনের দিক থেকে স্ট্যান্ডার্ড OnePlus 11-র মতোই হবে। আজ দুপুর ১২টা থেকে শপিং প্লাটফর্ম অ্যামাজন ও কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে OnePlus 11 5G Marble Odyssey Edition কেনা যাবে।

ওয়ানপ্লাস ১১ এর বিশেষ সংস্করণের দাম

কোম্পানির তরফে এখনও OnePlus 11 5G Marble Odyssey Edition এর দাম জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী এটি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম রাখা হবে ৬৪,৯৯৯ টাকা, যা OnePlus 11 এর বেস মডেলের থেকে ৩,০০০ টাকা বেশি।

OnePlus 11 5G Marble Odyssey Edition এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি এডিশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং তৃতীয় প্রজন্মের হ্যাসেলবাল্ড ব্র্যান্ডিংয়ের রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং-এর জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

আবার ওয়ানপ্লাস ১১ এর বিশেষ সংস্করণে বড় ৬.৭ ইঞ্চি ২কে অ্যামোলেড এলটিপিও৩ প্যানেল পাওয়া যাবে, যা ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম স্কিনে চলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থন সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।