OnePlus 11 5G Marble Odyssey Special Variant Launch India Soon

দাগছোপ পড়বে না, মেরে ফেলবে রোগজীবাণু, OnePlus এর নতুন স্মার্টফোনে চমক

ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে ভারতের বাজারে OnePlus 11 সিরিজটি লঞ্চ করেছে। সিরিজটিতে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে – OnePlus 11 এবং 11R। স্ট্যান্ডার্ড মডেলটি দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল – টাইটান ব্ল্যাক এবং ইটারনাল গ্রিন। কোম্পানি এখন ডিভাইসটির একটি নতুন কালার অপশনের লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে। ব্র্যান্ড এই রঙের বিকল্পটিকে মার্বেল ওডিসি স্পেশাল ভ্যারিয়েন্ট নাম দিয়েছে। ওয়ানপ্লাসের শেয়ার করা টিজারটি দেখে মনে হচ্ছে যে, এটি আসলে জুপিটার রক এডিশন, যা গত মার্চ মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। এখন পর্যন্ত, এই সংস্করণটি শুধুমাত্র চীনের বাজারেই সীমাবদ্ধ ছিল, তবে এখন কোম্পানি নিশ্চিত করেছে যে এটি শীঘ্রই ভারতে পাওয়া যাবে। আসুন OnePlus 11 5G Marble Odyssey স্পেশাল ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus 11 5G Marble Odyssey Special Variant শীঘ্রই আসছে বাজারে

ওয়ানপ্লাস শীঘ্রই ভারতে ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি স্পেশাল ভ্যারিয়েন্টটি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। টিজারটি দেখে, এটিকে মার্চ মাসে চীনে লঞ্চ হওয়া জুপিটার রক এডিশন বলে মনে হচ্ছে। এর রিয়ার প্যানেলের রঙটি বৃহস্পতি গ্রহের মাটির মতো হালকা বাদামী, হলুদ রঙের আভাযুক্ত। উল্লেখযোগ্যভাবে, কোম্পানি চীনের মার্কেটে লঞ্চ করার সময় জানিয়েছিল যে, এই হ্যান্ডসেটটি ৩ডি মাইক্রোক্রিস্টালাইন রক নামক একটি বিশেষ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যা এই প্রথম কোনও স্মার্টফোনে দেখা গেল। এই উপাদানের প্রতিটি অংশে বৃহস্পতির ভূমির অনুরূপ একটি অভিনব টেক্সচার রয়েছে। দাবি করা হয়, এই টেক্সচারটির কারণে ফোনে আঙ্গুলের ছাপ পড়ে না এবং এটি ওয়্যার-রেজিস্ট্যান্ট এবং ব্যাকটেরিয়া প্রতিরোধীও।

OnePlus 11 5G-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির কোয়াডএইচডি+ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। আর এই স্ক্রিনের ওপরের বাম দিকে, ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ডিসপ্লেতে ১৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এতে ডলবি ভিশন সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত, যা ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এটি সম্প্রতি অক্সিজেন ওএস ১৩.১ (OxygenOS 13.1) আপডেট পেয়েছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11 5G-এর হ্যাসেলব্লাড-টিউনড ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত রয়েছে৷ সেলফির জন্য, 11 5G-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11 5G-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের জন্য সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

উল্লেখ্য, OnePlus 11 5G বর্তমানে ভারতে দুটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে। ফোনটির বেস মডেলটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে, যার দাম ৫৬,৯৯৯ টাকা। ফোনটির একটি ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম ৬১,৯৯৯ টাকা।