Samsung একা নয়, এবার AI স্মার্টফোনের জগতে পা রাখল OnePlus

Samsung Galaxy S24 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসেই লঞ্চ হয়েছে। এই বছর Galaxy S ফোনগুলির মূল আকর্ষণ হল এআই (AI) ফিচার, যার জন্য প্রায়ই…

Samsung Galaxy S24 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসেই লঞ্চ হয়েছে। এই বছর Galaxy S ফোনগুলির মূল আকর্ষণ হল এআই (AI) ফিচার, যার জন্য প্রায়ই স্যামসাং খবরের শিরোনামে উঠে আসছে। ফলে অন্যান্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম মেধার ওপর জোরকদমে কাজ করছে। আর এখন জনপ্রিয় চীনা ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) চুপিচুপি চীনে উপলব্ধ তাদের কিছু ফোনে একটি নতুন ColorOS আপডেটের মাধ্যমে নিজস্ব এআই (AI) ফিচার্স চালু করেছে।

OnePlus পা রাখলো AI স্মার্টফোনের দুনিয়ায়

ওয়ানপ্লাসের লেটেস্ট আপডেটটি চীনে ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১১ মডেলে নিয়ে আসা হয়েছে। ওয়ানপ্লাস ১১-এর জন্য, ফার্মওয়্যার সংস্করণটি হল PHB110_14.0.0.403(CN01) এবং ওয়ানপ্লাস ১২-এর ক্ষেত্রে আপডেটটির ফার্মওয়্যার ভার্সন হল PJD110_14.0.0.405(CN01)৷ যদিও স্যামসাংয়ের মতো নয়া আপটেটটি বিশাল কিছু অফার করে না, তবে সেটি তিনটি জেনারেটিভ এআই বৈশিষ্ট্য নিয়ে এসেছে।

এই আপডেটটি ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১১-এ এআই সামারাইজার (AI Summarizer) যুক্ত করেছে, যা সময়, অবস্থান এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণের মতো গুরুত্বপূর্ণ তথ্য সহ ফোন কলের সারাংশ তৈরি করতে পারে। এরপর রয়েছে এআইজিসি রিমুভার (AIGC Remover)। এটি ইমেজ এডিটরের একটি বিশেষ ফিচার, যার সাহায্যে ইউজাররা যে কোনও ফটো থেকে অবাঞ্ছিত ব্যক্তি বা বস্তু মুছে ফেলতে পারবেন, যেমনটা স্যামসাং এবং গুগল পিক্সেল (Google Pixel) ডিভাইসে এআই ফটো এডিটিং (AI Photo Editing) অফার করে।

পরিশেষে, ওয়ানপ্লাসের ফোনগুলিতে আর্টিকেল সামারাইজার (Article Summarizer) নামে একটি ফিচারও মিলবে, যা শুধুমাত্র একটি ট্যাপের মাধ্যমে বিভিন্ন লেখার কুইক সামারি প্রদান করে। এআই ছাড়াও, আপডেটটি স্ক্রিন না অন করেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে ফোন আনলক করার সুবিধা অফার করে। OnePlus 12 এবং OnePlus 11-এর ব্যবহারকারীরা এখন অলওয়েজ-অন ডিসপ্লেতে কিউকিউ মিউজিক নিয়ন্ত্রণ করতে পারবেন এবং স্ট্যাটাস বার ও ফ্লোটিং উইন্ডোতে স্ক্রিন রেকর্ডিং ইন্ডিকেটর প্রদর্শন করার অপশনও রয়েছে।

OnePlus 12-এর আপডেট শুধুমাত্র ব্লুটুথ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ডাব্লিউএলএএন (WLAN) নেটওয়ার্কের স্টেবিলিটি এবং কম্প্যাটিবিলিটিই বাড়ায় না, তার সাথে সাবওয়ের মতো জায়গায় নেটওয়ার্ক সিগন্যালের সমস্যারও সমাধান করে।

উল্লেখ্য, বর্তমানে এই এআই (AI) বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র কালারওএস (ColorOS)-এর চীনা ভ্যারিয়েন্টে উপলব্ধ। তবে, যেহেতু কালারওএস সারা বিশ্বে ব্যবহৃত অক্সিজেনওএস (OxygenOS)-এর মতো একই ধরনের ফিচার্স শেয়ার করে, তাই অদূর ভবিষ্যতে OnePlus 12 এবং OnePlus 11-এর গ্লোবাল মডেলগুলিতে এই আকষর্ণীয় ফিচারগুলি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।