ঘন্টার পর ঘন্টা গেম খেললেও ঠান্ডা থাকবে OnePlus 11 Concept, লঞ্চ হল Cryoflux প্রযুক্তির সাথে

OnePlus 11 Concept কে ঘোষণা করা হল MWC 2023 ইভেন্টে

আজ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ ওরফে MWC 2023 টেক ইভেন্টের প্রথম দিন। আজ একাধিক নামিদামি টেক জায়ান্ট তাদের লেটেস্ট ডিভাইস এবং নব্য উদ্ভোবনীগুলি প্রর্দশন করেছে। এরমধ্যে OnePlus আজ উক্ত টেক ইভেন্ট চলাকালীন OnePlus 11 Concept নামের একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি একাধিক নয়া প্রযুক্তি এবং অত্যাধুনিক ডিজাইনের সাথে এসেছে বলে দাবি করেছে সংস্থাটি। যেমন এতে আছে অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স টেক (Cryoflux Tech), যা দীর্ঘক্ষণ ধরে ভারী কাজ করা সত্ত্বেও ডিভাইসকে ঠান্ডা রাখবে। প্রসঙ্গত আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, নয়া ফ্ল্যাগশিপ ফোনটি চলতি বছরে আত্মপ্রকাশ করা OnePlus 11 -এর একটি কনসেপ্ট মডেল।

OnePlus 11 Concept কে ঘোষণা করা হল MWC 2023 ইভেন্টে

সংস্থার ভাষায় বললে, ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ফরোয়ার্ড থিঙ্কিং টেকনোলজি’ সহ এসেছে। অর্থাৎ ডিভাইসে অনন্য অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স ফিচার বিদ্যমান রয়েছে, যা মোবাইল ডিভাইসে ব্যবহৃত কুলিং টেকনোলজিগুলির মধ্যে সর্বোত্তম এবং “গেম চেঞ্জার” স্বরূপ। ওয়ানপ্লাস প্রদত্ত অফিসিয়াল নোট অনুসারে, এই নয়া ফিচার ডিভাইসের তাপমাত্রা ২.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। আবার গেমিংয়ের সময়ে আরো ভালো পারফরম্যান্স প্রদানের ক্ষেত্রে, এটি ফ্রেম রেটকে ৩ থেকে ৪fps (ফ্রেম পার সেকেন্ড) -এ উন্নীত করতে পারে। এছাড়া, ফোন চার্জ করাকালীন থার্মালগুলির তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস -এ কমিয়ে আনতে এবং চার্জিং টাইম ৩০ থেকে ৪৫ সেকেন্ডে কমানোর ক্ষমতাও রাখে অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স ফিচার। এক কথায় বললে, এই নতুন বৈশিষ্ট্যের দৌলতে ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট স্মার্টফোন গেমিং পিসির ন্যায় ‘ইন্ডাস্ট্রি গ্রেড’ কুলিং ক্ষমতা অফার করবে।

অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স টেকনোলজি প্রসঙ্গে আরেকটু বিশদে বলি। এটি সিরামিক পাইজোইলেকট্রিক মাইক্রোপাম্পসের সাথে এসেছে, যা ফোনের উপরি এবং নীচের অংশে থাকা পাইপলাইনের সাথে সংযুক্ত। ফোনের অভ্যন্তরে থাকা এই মাইক্রোপাম্প ০.২ বর্গ সেন্টিমিটারের কম জায়গা নেয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডিভাইসের ওজনে প্রভাব ফেলে না।

তবে নতুন প্রযুক্তি সংযোজন করার পাশাপাশি সংস্থাটি তাদের লেটেস্ট ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট স্মার্টফোনের বাহ্যিক ডিজাইনেও যথেষ্ট পরিবর্তন এনেছে। যেমন আলোচ্য মডেলে – নতুন ধরণের গ্লাস ইউনিবডি এবং ডিপ কার্ভ সহ ডিসপ্লের চারিধারে সরু বেজেল দেখা যাবে। আর মূল মডেলের তুলনায় ডিভাইসটির উচ্চতা কেবল ৫.০৪ মিমি বেশি থাকছে।

উন্মোচন হওয়ার আগে থেকেই OnePlus 11 Concept স্মার্টফোনটি আমাদের বিশেষভাবে নজর কেড়েছে। কারণ অবশ্যই এর ব্যাক প্যানেল ডিজাইন। ডিভাইসটির ব্যাক প্যানেলে থাকা পাইপলাইনগুলির মধ্য দিয়ে মাইক্রো লিকুইড ফ্লো লক্ষ্যণীয়, যা সর্পিল আকৃতির পাইপের মাধ্যমে নিচ থেকে প্রবাহিত হয়ে উপরে অবস্থিত ক্যামেরার লেন্সে মিশে গেছে। এক্ষেত্রে, অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স টেকনোলজির কুলিং লিকুইড ক্যামেরার মধ্য দিয়ে ‘হ্যালো’ -এর মতো প্রবাহিত হয়েছে। উল্লেখ্য, এই রিয়ার ক্যামেরা মডিউলটি একটি বিশেষ ধরণের আলংকারিক খোদাই কৌশল গুইলোচে এচিং (Guilloché etching) দ্বারা বেষ্টিত। অতএব OnePlus 11 স্মার্টফোনের এই বিশেষ সংস্করণটি ফিচার ও ডিজাইন উভয় দিক থেকেই যথেষ্ট আকর্ষণীয়…