কেনার সুযোগ নেই, শহরে ঘুরে ঘুরে OnePlus 11 Concept ফোন দেখার সুযোগ দিচ্ছে OnePlus

Published on:

OnePlus 11 Concept phone unveil India

ফেব্রুয়ারি মাসে আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ (MWC 2023) টেক শো চলাকালীন OnePlus তাদের ফ্লাগশিফ ফোন OnePlus 11 স্মার্টফোনের Concept মডেল উন্মোচন করেছিল। আর এখন OnePlus ভারতে এই মডেল নিয়ে হাজির হয়ে গেছে। নাম দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি কনসেপ্ট স্মার্টফোন, যাকে অত্যাধুনিক ‘অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স’ (Active CryoFlux) লিকুইড কুলিং টেকনোলজির কার্যকারিতা প্রদর্শন করার জন্য তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ডিভাইসে এই টেকনোলজি ব্যবহারের কারণে ব্যাক প্যানেল জুড়ে নীল আলোর বিচ্ছুরণকারী ছোট ছোট পাইপলাইন লক্ষ্যণীয়। প্রসঙ্গত, সংস্থাটি সম্প্রতি দিল্লিতে একটি রোড ট্রিপ ইভেন্ট আয়োজন করেছে তাদের ভারতীয় ফ্যানয়ের জন্য। আর এই ইভেন্টেই OnePlus 11 স্মার্টফোনের ‘কনসেপ্ট’ মডেলের উপর থেকে পর্দা সরানো হয়।

ভারতীয় ফ্যানদের OnePlus 11 কনসেপ্ট ফোনের ঝলক দেখালো OnePlus

ভারতীয় ফ্যান এবং কমিউনিটি মেম্বারদের সঙ্গে আরো গভীর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এই রোড ট্রিপ ইভেন্টের আয়োজন করেছে ওয়ানপ্লাস। আর এই উদ্যোগের অংশ হিসাবে, সংস্থাটি মোট দুটি ৩২-ফুট লম্বা ট্রাকে কাস্টম পপ-আপ এক্সপিরিয়েন্স জোন তৈরি করেছে। এই দুটি ট্রাক দেশের ২৫টিরও বেশি শহরে ভ্রমণ করবে বলা জানা যাচ্ছে। এক্ষেত্রে ট্রাকে অবস্থিত দুটি পপ-আপ এক্সপেরিয়েন্স আউটলেটে – নয়া OnePlus 11 সিরিজ, OnePlus Pad, OnePlus Buds Pro 2, OnePlus Nord CE 3 Lite, OnePlus Nord Buds 2, OnePlus Keyboard 81Pro এবং OnePlus Monitor -এর মতো ওয়ানপ্লাস ব্র্যান্ডেড ডিভাইসকে শো-কেস করা হবে।

আপনারাও যদি ওয়ানপ্লাসের এই অভিনব রোড ট্রিপের অংশ হতে চান তবে জানিয়ে রাখি, ভারতের উত্তর এবং দক্ষিণ প্রান্তের একাধিক শহরের মধ্যে দিয়ে যাবে এই দুটি ট্রাক। এক্ষেত্রে – চণ্ডীগড়, জয়পুর, লখনউ, কোয়েম্বাটোর, চেন্নাই, পুনে, কোচি সহ একাধিক শহরের বাসিন্দারা ওয়ানপ্লাসের পপ-আপ এক্সপিরিয়েন্স আউটলেটে ঢুঁ মারতে পারবেন৷

এবার OnePlus 11 Concept স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে কথা বলা যাক। সংস্থার দাবি অনুসারে, অ্যাক্টিভ ক্রায়োফ্লাক্স লিকুইড কুলিং প্রযুক্তি ইউজারদের দীর্ঘসময় যাবৎ স্মুথ ও ল্যাগ ফ্রি গেমিং এক্সপিরিয়েন্স প্রদান করবে। এই প্রযুক্তি ডিভাইসের তাপমাত্রা ২.১-ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এছাড়া এই কুলিং টেক, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রেও সহায়ক প্রমাণিত হবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস।

প্রসঙ্গত, রোড ট্রিপ চলাকালীন ওয়ানপ্লাস তাদের ফ্যানদের জন্য OnePlus Buds Z2 ইয়ারবাড জেতার সুযোগ দেবে বলেও নিশ্চিত করেছে। এর জন্য আপনাদের ৩২-ফুট লম্বা ট্রাক বা বাসটি দেখলে সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে নিতে হবে এবং তারপর নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে সেই ছবি শেয়ার করে তাতে সংস্থার পেজকে ট্যাগ করতে হবে।

জানিয়ে রাখি, দিল্লি থেকে OnePlus Road Trip ইভেন্টের কার্যক্রম শুরু করার একটা বিশেষ কারণ রয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে দিল্লি এনসিআর মার্কেট সামগ্রিক অনলাইন স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে দারুন পারফর্ম করেছে। পাশাপাশি সদ্য লঞ্চ হওয়া OnePlus 11 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি দিল্লি এনসিআর বাজার থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর এই কারণেই ওয়ানপ্লাস দিল্লি থেকে রোড ট্রিপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত ওয়ানপ্লাস ব্র্যান্ডেড হ্যান্ডসেট বিক্রির নিরিখে ‘টপ-পারফর্মিং’ শহরগুলির তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ।

সঙ্গে থাকুন ➥