কেমন দেখতে হবে OnePlus 11 Concept ফোন? ব্যাক প্যানেলের ছবি ফাঁস করল সংস্থা

OnePlus 11 Concept ফোনের পেছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে

আগামী ২৭শে ফেব্রুয়ারি অর্থাৎ ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩’ ওরফে MWC 2023 ইভেন্টের প্রথম দিনে OnePlus তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 -এর একটি কনসেপ্ট মডেলের উপর থেকে পর্দা সরাবে বলে সম্প্রতি ঘোষণা করেছিল। আর গতকাল ব্র্যান্ডটি স্বয়ং তাদের কমিউনিটি ফোরামে আসন্ন OnePlus 11 Concept স্মার্টফোনের একটি টিজার ভিডিও প্রকাশ্যে এনেছিল। তবে ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই, পুনরায় আলোচ্য হ্যান্ডসেটের রিয়ার প্যানেলের একটি ছবি অনলাইনে ফাঁস করা হয়েছে।

ফাঁস হল OnePlus 11 Concept স্মার্টফোনের বাহ্যিক ডিজাইনের ছবি

সদ্য প্রকাশ্যে আসা টিজার ইমেজে, ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট স্মার্টফোনের ব্যাক প্যানেলে আইস ব্লু রঙের স্পাইরাল বা প্যাচাল পাইপলাইন দেখা গিয়েছে। এই পাইপটি LED স্ট্রাইপ হতে পারে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে ওয়ানপ্লাসের এই কনসেপ্ট মডেলের ডিজাইনের সাথে গত বছর লঞ্চ হওয়া নাথিং ফোন ১ (Nothing Phone 1) হ্যান্ডসেটের ব্যাপক মিল নজরে পড়েছে আমাদের। কেননা নাথিং ব্র্যান্ডিংয়ের ফোনে একটি গ্লিফ (Glyph) ইন্টারফেস উপস্থিত, যা পৃথক কনট্যাক্ট এবং নোটিফিকেশনগুলির জন্য ফোনের পিছনের লাইট এফেক্টগুলি পার্সোনালাইস করতে দেয়৷ যাইহোক ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট স্মার্টফোনটি কার্বন ফাইবার বডি সহ আসবে বলে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, যা ডিভাইসের ওজন না বাড়িয়েও টেকসইতা বৃদ্ধি করবে।

ফাঁস হওয়া ছবিতে, OnePlus 11 Concept ফোনের পেছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এই মডিউলের চারপাশে LED লাইট স্ট্রাইপ পেঁচানো অবস্থায় আছে, যা সারা ব্যাক প্যানেল জুড়ে রানিং অবস্থায় আছে। দৃশ্যত, এই প্যাটানটি অনেকটা ফিঙ্গারপ্রিন্ট ইম্প্রেশনের অনুরূপ। তদুপরি, ডিভাইসের নীচে ডান কোণে ‘OnePlus’ ব্র্যান্ডিংয়ের লোগো অবস্থিত। আর মূল ওয়ানপ্লাস ১১ ফোনের তুলনায় কনসেপ্ট মডেলের ক্যামেরা মডিউলটির ডিজাইন সামান্য আলাদা হতে পারে বলে মনে হচ্ছে।

OnePlus তাদের এই আসন্ন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো বিশদ এখনো প্রকাশ করেনি। তবে আমাদের অনুমান ফিচারের দিক থেকে মূল ও কনসেপ্ট মডেলের মধ্যে তেমন কোনো পার্থক্য নজরে পড়বে না। কিন্তু এটি যেহেতু একটি কনসেপ্ট মডেল, সেহেতু এই ডিভাইসকে বাজারজাত নাও করা হতে পারে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস তাদের আসন্ন কনসেপ্ট ফোনটিকে ‘ওয়ানপ্লাস কনসেপ্ট টু’ (OnePlus Concept Two) নাম দেওয়ার পরিবর্তে, ‘ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট’ (OnePlus 11 Concept) নামে বাজারে আনবে। আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, পিট লাউয়ের সংস্থাটি ২০২০ সালে অটোমেকার ম্যাক্লারেনের (automaker Mclaren) সাথে অংশীদারিত্বে ‘ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ান’ (OnePlus Concept One) উন্মোচন করেছিল। এটি ছিল ওয়ানপ্লাস ৭টি প্রো (OnePlus 7T Pro) ফোনের একটি কনসেপ্ট মডেল। এই ডিভাইসকে ইলেক্ট্রোক্রোমিক গ্লাস টেকনোলজি সহ নিয়ে আসা হয়েছিল, যা ‘ইনভিজিবল’ বা অদৃশ্য ক্যামেরা গঠনে সহায়তা করেছিল।

যাইহোক, ফাঁস হওয়া ছবির ভিত্তিতে ওয়ানপ্লাস ১১ কনসেপ্ট স্মার্টফোন সম্পর্কে আপাততভাবে আমরা উল্লেখিত তথ্যসমূহ জানতে পেরেছি। তবে আসন্ন ডিভাইসটি বিশেষ কোনো যুগান্তকারী ফিচার অফার করবে কিনা, তা জানতে আমাদের ২৭শে ফেব্রুয়ারি অবধি অপেক্ষায় থাকতে হবে।