5G স্পেক্ট্রাম নিলামের আগে 30791 কোটি টাকা দেনা শোধ করল Reliance Jio

আর কিছুদিনের মধ্যেই দেশে 5G স্পেক্ট্রাম নিলামের আয়োজন করা হতে পারে। তার আগে পুরোনো স্পেক্ট্রাম সংক্রান্ত দেনার প্রায় ৩০,৭৯১ কোটি টাকা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডটের (DoT) হাতে তুলে দিলো রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। এর ফলে সংস্থাটি সম্পূর্ণ দায়মুক্তভাবে আসন্ন 5G স্পেক্ট্রাম নিলামে অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও Reliance Jio তাদের স্পেক্ট্রাম সংক্রান্ত দেনার অঙ্ক মিটিয়ে দিলো, যা তাদের পক্ষে বেশ লাভজনক হবে বলেই আমাদের ধারণা। এদিন আনুষ্ঠানিক বিবৃতির মধ্যে দিয়ে মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি দেনা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে।

প্রসঙ্গত স্মরণ করিয়ে দিই, গত অক্টোবর (২০২১) মাসে প্রথম ধাপে রিলায়েন্স দেনার একাংশ পরিশোধ করে। এক্ষেত্রে তারা ২০১৬ সালের স্পেক্ট্রাম কেনাকাটা সংক্রান্ত অর্থ ডটের (DoT) হাতে তুলে দেয়। এরপর দেশের টেলিযোগাযোগ দপ্তর যখন ঘোষনা করে যে টেলকোগুলি যে কোনো তারিখে তাদের পরিশোধযোগ্য দেনা মিটিয়ে দিতে পারবে, তখন রিলায়েন্স অতি দ্রুততার সঙ্গে একাজে অগ্রসর হয়। ফলত চলতি জানুয়ারি (২০২২) মাসেই তারা দেনার পুরো অর্থ টেলিযোগাযোগ দপ্তরের হাতে তুলে দিলো।

অবগতির জন্য জানিয়ে রাখি, নির্দিষ্ট সময়ের পূর্বে Reliance Jio অর্থবর্ষ ‘২৩ থেকে অর্থবর্ষ ‘৩৫ পর্যন্ত প্রদেয় টাকার অঙ্ক টেলিকমিউনিকেশনস দপ্তরের হাতে তুলে দিয়েছে। বার্ষিক কিস্তিতে এই টাকা শোধ করলে তাদের উপরি হিসেবে ৯.৩০ শতাংশ থেকে ১০ শতাংশ সুদ গুনতে হতো। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে সুদ হিসেবে প্রদেয় বছর প্রতি বাড়তি ১২০০ কোটি টাকা খরচের হাত থেকে সংস্থাটি মুক্তি পাবে, যা আক্ষরিক অর্থেই তাদের জন্য বিপুল লাভজনক হতে চলেছে।

তৎপরতার সঙ্গে সমস্ত দেনার বোঝা ঘাড় থেকে নামিয়ে ফেলার কারণে 5G স্পেক্ট্রাম নিলামে অংশগ্রহণকালে Reliance Jio অনেকটা ভারমুক্ত থাকতে পারবে বলে টেলিকম বিশেষজ্ঞদের অভিমত। এক্ষেত্রে এককালীনভাবে বড় অঙ্কের অর্থ খরচে সংস্থার কোনো অনিচ্ছা দেখা যায়নি যা তাদের অর্থনৈতিক দৃঢ় ভিত্তিকে নিশ্চিত করে। উল্লেখ্য, দেশজুড়ে নির্ভরযোগ্য 5G ইকোসিস্টেম গড়ে তুলতে হলে টেলিকম অপারেটরগুলিকে তাদের ক্যাপেক্স লেভেল (Capex Level) বৃদ্ধি করতে হবে এবং সেক্ষেত্রে সংস্থাগুলিকে আরো নতুন আর্থিক দায়ের মুখোমুখি হতে হবে যা অস্বীকার করার কিছু নেই।