আগামী মাসেই OnePlus আনছে নয়া 5G ফোন, থাকবে ৯০ হার্টজ ডিসপ্লে সহ এই ফিচার

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস গতবছর জুন মাস নাগাদ তাদের Nord সিরিজের অধীনে OnePlus Nord N200 নামক একটি হ্যান্ডসেট বাজারে লঞ্চ করেছিল। আবার, এর উত্তরসূরি মডেলটিকে এবছর জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু এরপর বেশ কয়েক মাস কেটে গেলেও, নতুন OnePlus Nord N300 মডেলটি এখনও বাজারে উন্মোচিত হয়নি। তবে এখন একটি নতুন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ওয়ানপ্লাসের এক মুখপাত্র জানিয়েছেন যে, বহু প্রতীক্ষিত Nord-ব্র্যান্ডের এই ফোনটি এবছর নভেম্বরে মাসে উত্তর আমেরিকার মার্কেটে লঞ্চ হবে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus Nord N300 বাজারে আসছে আগামী মাসেই

দ্য ভার্জ (The Verge)-এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাসের মুখপাত্র স্পেন্সার ব্ল্যাঙ্ক সম্প্রতি প্রকাশ করেছেন যে, ওয়ানপ্লাস নর্ড এন৩০০ স্মার্টফোনটি আগামী মাসে অর্থাৎ নভেম্বরে উত্তর আমেরিকায় উন্মোচিত হবে। এই রিপোর্টটিতে আরও জানানো হয়েছে যে, নয়া ওয়ানপ্লাস ডিভাইসটি একটি মিডিয়াটেক চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে একটি ৯০ হার্টজের রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে থাকবে। রিপোর্টে এছাড়াও বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে, CPH2389 মডেল নম্বর যুক্ত ওয়ানপ্লাস ডিভাইসটি নর্ড এন৩০০ নামে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে। এফসিসি (FCC) ছাড়াও, ডিভাইসটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Google SIG) কর্তৃপক্ষ দ্বারাও অনুমোদিত হয়েছে। এই সার্টিফিকেশনগুলি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে ব্লুটুথ ৫.৩, এনএফসি, ওয়াই-ফাই ৮০২.১১এসি-এর পাশাপাশি এন২/ এন২৫ / এন৪১ / এন৬৬ / এন৭১ / এন৭৭- এই ৫জি ব্যান্ডগুলি সাপোর্ট করবে৷ তবে, ওয়ানপ্লাস নর্ড এন৩০০-এর ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি ক্ষমতার মতো অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তাই এটি লঞ্চের পর কি কি অফার করতে পারে, সেসম্পর্কে ধারণা পেতে চলুন পূর্বসূরি ওয়ানপ্লাস নর্ড এন২০০-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি-এর স্পেসিফিকেশন – OnePlus Nord N200 5G Specifications

২০২১ সালের জুন মাসে বাজারে আত্মপ্রকাশ করা Nord N200 5G-তে ৬.৪৯ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ৯০ হার্টস রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর দ্বারা চালিত। এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যায়। Nord N200 5G অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস (OxygenOS) ইউজার ইন্টারফেসে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, OnePlus Nord N200 5G-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nord N200 5G-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে। এই ওয়ানপ্লাস ফোনটিকে ২৩৯ ডলার (প্রায় ১৯,৭০০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছিল এবং সম্ভবত আসন্ন Nord N300-ও একই মূল্য বহন করবে।