Moto E22 বেশ কয়েকটি দেশে লঞ্চ হচ্ছে, থাকবে Android 12 অপারেটিং সিস্টেম

লেনোভো (Lenovo)-এর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) শীঘ্রই তাদের E-সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে। এই আসন্ন মডেলটি Moto E22 নামে বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি লঞ্চের জল্পনাকে আরও উস্কে দিয়ে এই ডিভাইসটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), রাশিয়ার ইইসি (EEC) এবং ওয়াই-ফাই অ্যালায়েন্স (WiFi Alliance)-এর মতো একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। এই সার্টিফিকেশনগুলি আপকামিং Moto E22 সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করল, চলুন দেখে নেওয়া যাক।

Moto E22 পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

XT2239-8 মডেল নম্বর সহ নতুন মোটো ই২২ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) এবং ওয়াই-ফাই অ্যালায়েন্স (WiFi Alliance)-এই তিনটি সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। যেহেতু মোটোরোলা সাধারণত তাদের ই-সিরিজের অধীনে বাজেট রেঞ্জের ডিভাইসগুলি লঞ্চ করে থাকে, তাই আশা করা হচ্ছে মোটো ই২২-ও একটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন হতে পারে। এছাড়া, একাধিক অনলাইন প্ল্যাটফর্মের সার্টিফিকেশনগুলি ইঙ্গিত দেয় যে, এটি লঞ্চ হতে আর বেশি দিন বাকি নেই। যদিও, এই মুহূর্তে কোম্পানির তরফে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, এনবিটিসি-এর তালিকাটি প্রকাশ করেছে যে, মোটো ই২২ ফোনে জিএসএম (GSM), ডাব্লিউসিডিএমএ (WCDMA) এবং এলটিই (LTE) নেটওয়ার্ক সংযোগগুলি সাপোর্ট করবে৷ তবে, রাশিয়ার ইইসি তালিকায় এই নতুন স্মার্টফোন সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে, ওয়াইফাই অ্যালায়েন্সের তালিকাটি শুধুমাত্র নিশ্চিত করেছে যে, এই মোটো ফোনটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সংযোগ সাপোর্ট সহ আসবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

এগুলি ছাড়া, আপাতত Moto E22 সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তাই ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে আরও কিছু রিপোর্ট এবং লিকের জন্য অপেক্ষা করতেই হবে। তবে জানিয়ে রাখি, মোটোরোলা সম্প্রতি এই একই সিরিজের অধীনে ইউরোপে Moto E22s মডেলটি লঞ্চ করেছে, যা ৬.৫ ইঞ্চির এইচডি+ ৯০ হার্টজ ডিসপ্লে এবং ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে৷ Moto E22s-এ মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।