Renault March Offers: মার্চেও গাড়ি উপরে ১.৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা রেনোর

২০২২-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি, দু’মাসেই প্রতিটি গাড়ির উপরে আকর্ষণীয় বেনিফিটের কথা ঘোষণা করেছিল Renault-এর ভারতীয় শাখা। বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চেও বজায় থাকল ছাড়ের পালা। ঘোষিত বেনিফিটের মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট বেনিফিট এবং লয়ালটি বেনিফিট। উল্লেখ্য এই অফারটি ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বৈধ থাকবে। আবার আপনি যদি কৃষক, পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য হন, সেক্ষেত্রে মিলবে অতিরিক্ত রুরাল ডিসকাউন্ট। তবে রাজ্য এবং ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের লভ্যতা নির্ভর করবে। ভারতে রেনোর ওয়েবসাইট অনুযায়ী অফারগুলি নিম্নরূপ।

Renault Kiger

Renault Kiger-এ থাকছে ৫৫ হাজার টাকা পর্যন্ত স্পেশাল লয়ালটি বেনিফিট। এছাড়াও থাকছে ৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট এবং ১০,০০০ টাকার কর্পোরেট বেনিফিট। তবে গাড়িটির RXE ভ্যারিয়েন্টে কেবলমাত্র লয়ালটি অফার উপলব্ধ।

Renault Triber

Renault Triber-এর ২০২১ ও ২০২২-এর মডেল দুটিতেই পাওয়া যাচ্ছে ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট (RXE ট্রিম বাদে) এবং ১০,০০০ টাকার কর্পোরেট বেনিফিট। Renault Triber-এর সকল ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে ৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট।

উল্লেখ্য গত মাসে Renault Triber-এর এক লক্ষতম মডেলটি বিক্রি করেছে সংস্থা। যা স্মরণীয় করে রাখতে লিমিটেড এডিশনে লঞ্চ হয়েছে মাল্টিপারপাস ভেহিকেলটি। যার উপর ৪৪,০০০ টাকার ডিসকাউন্ট ঘোষণা করেছে সংস্থা।

Renault Kwid

চলতি মাসে Renault Kwid-এর ২০২১ ও ২০২২ মডেলের উপর রয়েছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস (১.০ লিটার মডেলে ১৫,০০০ টাকা এবং ০.৮ লিটার ভার্সনে ১০,০০০ টাকা)। মডেলগূলিতে রুরাল ডিসকাউন্ট এবং কর্পোরেট বেনিফিট বাবদ মিলবে যথাক্রমে ৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার ছাড়।

Renault Duster

বরাবরের মতো Renault Duster এসইউভি গাড়িটিতে পাওয়া যাচ্ছে ১.৩০ লক্ষ টাকার সর্বাধিক ছাড়। এর মধ্যে রয়েছে ৫০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ক্যাশ ডিসকাউন্ট বাবদ ৫০,০০০ টাকা (1.5 RXZ বাদে) এবং ৩০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। এছাড়া ১৫,০০০ টাকার রুরাল ডিসকাউন্ট মিলবে এতে।